রিঙ্কুর দাম উঠতে পারে ১০ কোটি! অস্ট্রেলিয়ান কিংবদন্তির সঙ্গে তুলনা নাইট তারকার – News18 Bangla

কলকাতা: রিঙ্কু সিং এবার যে ক্রিকেট উপহার দিয়েছেন তাতে শুধু কেকেআর নয়, মুগ্ধ সবাই। যে ছেলেটা গত ৪/৫ বছর ধরে দলে থেকেও সেভাবে নজর কাড়তে পারেননি, এবার ৪৭৪ রান, চারটে হাফ সেঞ্চুরি এবং ৬০ এর কাছাকাছি অ্যাভারেজ নিয়ে সেই ছেলেটাই বদলে দিয়েছে যাবতীয় অঙ্ক। রিঙ্কু সিং এভাবে উঠে আসবেন কে ভেবেছিল?

রিঙ্কু সিং কে দেখে বিরাট প্রশংসায় ভাসালেন টম মুডি। প্রাক্তন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার এবং কোচ জানিয়েছেন রিঙ্কুকে দেখে তার মাইকেল বিভান এবং মাইক হাসির কথা মনে পড়ছে। এই দুজন বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি ফিনিশার ছিলেন। রিঙ্কু যদিও আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি, কিন্তু আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে ভারতীয় দলে দেখতে পাচ্ছেন মুডি।

Published by:Rohan roychowdhury

First published:

Tags: Kkr, Rinku Singh



Source link

Read also  KKR vs GT: আইপিএলে আফগান ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের নয়া নজির গুরবাজের