রাহুলের ব্যাটে অস্ট্রেলিয়া বধ ভারতের – News18 Bangla
মুম্বই: গত কয়েক মাস দুঃস্বপ্নের মত গিয়েছিল তার সময়টা। একেবারেই সাফল্য আসছিল না। ব্যাট হাতে কিছুতেই রান করতে পারছিলেন না কে এল রাহুল। টেস্ট ক্রিকেট থেকে বাদ পড়তে হয়েছিল। কিন্তু তার দক্ষতা এবং যোগ্যতা নিয়ে প্রশ্ন ছিল না। ক্লাস যে ব্যাটসম্যানের আছে সে একদিন ঘুরে দাঁড়াবেই জানা কথা। প্রশ্নটা ছিল কবে? অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মুম্বইয়ের মাঠে প্রথম একদিনের ম্যাচে জবাবটা দিলেন কেএল রাহুল।
রবীন্দ্র জাদেজার সঙ্গে জুটি বেঁধে ভারতকে ম্যাচ জেতালেন। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া মাত্র ১৮৮ রান করেছিল। শামি এবং সিরাজের অসাধারণ বোলিং ক্যাঙ্গারুদের দম বের করে দিয়েছিল। মনে হয়েছিল ভারত এই ম্যাচ অত্যন্ত সহজে জয় পাবে। কিন্তু ক্রিকেট মহান অনিশ্চয়তার খেলা। সব সময় যেটা ভাবা হয় সেটা আসলে হয় না।
ম্যাচে এত ছোট টার্গেট নিয়ে অস্ট্রেলিয়া এরকম লড়াই দেবে অনেকে ভাবতে পারেননি। ৩৯ রানে ৪ উইকেট হারিয়ে ভারতের অবস্থা খারাপ হয়ে গেল। সূর্য (০), কোহলি (৪), গিল (২০) তিনজনকেই ফিরিয়ে দিলেন মিচেল স্টার্ক। বাঁহাতি পেসার বহুদিন বাদে আগুন ঝড়ালেন। তার আগে ঈশান সম্পূর্ণ ব্যর্থ। এখান থেকে ভারতকে ভরসা দিলেন রাহুল এবং রবীন্দ্র জাদেজা।
1ST ODI. India Won by 5 Wicket(s) https://t.co/BAvv2E8K6h #INDvAUS @mastercardindia
— BCCI (@BCCI) March 17, 2023
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IND vs AUS, KL Rahul