রাহুলের কামব্যাক ইনিংসে ঈশ্বরের হাত দেখছেন ভক্তরা – News18 Bangla

মুম্বই: ‘বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর’! প্রথমে বিরাট কোহলি। তারপর কেএল রাহুল। ক্রিকেটে খারাপ সময় কাটিয়ে সুসময়ে ফিরছে দুই তারকার। ক্রিকেটীয় ব্যাখ্যা তো আছেই। কিন্তু তার থেকে নাকি বেশি অবদান উজ্জয়ন মহাকালেশ্বর মন্দিরের। এমনটাই বিশ্বাস করছেন ক্রিকেট ভক্তরা। গত কয়েক মাস ধরে একের পর এক ধর্ম স্থানে গিয়েছিলেন বিরাট। নতুন বউ আতিয়া শেটিকে নিয়ে কয়েক দিন আগেই মহাকালেশ্বর মন্দিরে গিয়েছিলেন রাহুল।

তারপর দুরন্ত কাম ব্যাক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডিয়া নন, এমনকি বিরাট কোহলিও নন। কে এল রাহুলের যাবতীয় প্রশংসার কেন্দ্রবিন্দুতে রবীন্দ্র জাদেজা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মুম্বইতে ৭৫ রান করে অবশেষে ছন্দে ফিরেছেন ভারতের তারকা ওপেনিং ব্যাটসম্যান। খুব খারাপ সময়ে কাটিয়েছেন গত কয়েকটা মাস।

আরও পড়ুন – শামি – সিরাজের পেস জুটি বিশ্বকাপে দুঃস্বপ্ন দেখাবে যে কোনও দলকে! বলছেন শাস্ত্রী

রাহুলের মতে, জাডেজার ব্যাট করতে নামার জন্যে উন্মুখ হয়েছিলেন তিনি। কারণ, ডান হাতি ব্যাটারের সঙ্গে এক জন বাঁ হাতি ব্যাটারের কম্বিনেশন দরকার ছিল সেই সময়। রাহুল বলেছেন, জাডেজার সঙ্গে ব্যাট করে বেশ মজা লেগেছে। যে মুহূর্তে একজন বাঁ হাতি ব্যাটার এল, আমি কয়েকটা আলগা বল পেয়ে গেলাম এবং সেগুলোকে কাজে লাগালাম। বাঁ হাতি ব্যাটার আসাতেই কাজটা সহজ হয়ে গেল। জাড্ডু দারুণ ব্যাট করেছে।

Tags: IND vs AUS, KL Rahul



Source link