যাবে বলেও কেন গেলেন না কোহলি, লন্ডন পারি দিল অক্ষর-শার্দুলরা Without Virat Kohli first batch of Indian cricketers WTC Final 2023 leave for London for preparation sup – News18 Bangla
কলকাতা: আইপিএলের একেবারে শেষ ধাপে চলে এসেছে। আইপিএল শেষে টেস্ট ক্রিকেটে বিশ্ব সেরার শিরোপা জয়ের লক্ষ্যে ঝাঁপাবে ভারতীয় দল। ৭ থেকে ১১ জুন থেকে ইংল্যান্ডের ওভালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের আবহাওয়া ও উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য প্রথম ধাপে কিছু ভারতীয় ক্রিকেটার মঙ্গলবার রওনা দিল লন্ডনের উদ্দেশে। কিন্তু এদিন দলের সঙ্গে গেলেন না বিরাট কোহলি।
গুজরাত টাইটান্সের বিরুদ্ধে গ্রুপ লিগের শেষ ম্যাচ হেরে আইপিএল ২০২৩ থেকে ছিটকে যায় আরসিবি। তারপরই জানা গিয়েছিল টেস্ট চ্যান্পিয়নশিপের প্রস্তুতি সারতে মঙ্গলবারই প্রথম ধাপের সঙ্গে লন্ডনে পারি দেবেন বিরাট কোহলি। কিন্তু এদিন অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, কোচ রাহুল দ্রাবিড়-সহ কোচিং স্টাফরা রওনা দিলেও কোহলির না যাওয়ার নিয়ে তৈরি হয় জল্পনা। চোটের কারণে কী কোহলি গেলেন না তা নিয়েও ওঠে প্রশ্ন।
পরে জানা যায় আইপিএল শেষে পরিবারের শেষে কিছুটা সময় কাটাতেই বোর্ডের কাছে একদিন অতিরিক্ত সময় চেয়ে নিয়েছেন বিরাট কোহলি ও রবিচন্দ্রন অশ্বিনের মত ক্রিকেটাররা। বোর্ড তাদের ছুটি মঞ্জুর করে। বুধবার লন্ডনের বিমান ধরবেন কোহলি-অশ্বিনরা। তাদের সঙ্গে যাবেন উমেশ যাদব ও মহম্মদ সিরাজরা। জানা গিয়েছে লন্ডনে পৌছে দ্রুত অনুশীলন করতে মুখিয়ে রয়েছে বিরাট কোহলি। গতবারের অধরা ট্রফি এবার হাতছাড়া করতে নারাজ তিনি।
আরও পড়ুনঃ রিঙ্কুর প্রেমে আফগান সুন্দরী! ছুটে এলেন প্রায় আড়াই হাজার কিলোমিটার অতিক্রম করে
প্রসঙ্গত, আইপিএলে এখনও চার দলের ম্যাচ রয়েছে। সিএসকে, গুজরাত, লখনউ ও মু্ম্বই। অধিনায়ক রোহিত শর্মা সহ চার দলে একাধিক ক্রিকেটার রয়েছ যারা টেস্ট চ্যাম্পিয়নশিপের দলে রয়েছে। বাকি ক্রিকেটাররা ২৮ তারিখ আইিপএল ফাইনালের পর ইংল্যান্ডে পারি দেবেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Indian Cricketer, London, Virat Kohli, WTC 2023, Wtc final