যশস্বীর দুর্দান্ত ব্যাটিং, মুম্বইয়ের বিরুদ্ধে সম্মানজনক রান রাজস্থানের – News18 Bangla
মুম্বই: রবিবার রাতে মুম্বইয়ের মাঠে মুম্বই ইন্ডিয়ান্স বনাম রাজস্থান ম্যাচটি ছিল একটি মাইল ফলক। আইপিএলের হাজারতম ম্যাচ। জোফ্রা আর্চার ফিরে এলেন মুম্বইয়ের জার্সিতে। এটাই ছিল আজ রোহিত শর্মার দলের বড় পাওনা। রাজস্থান রয়্যালসের সামনে ফের শীর্ষ স্থান দখলের সুযোগ থাকবে। মুম্বইকে হারালেই তারা শীর্ষে উঠে আসবে।
এখনও পর্যন্ত রয়্যালস ৮ ম্যাচ খেলে পাঁচটিতে জিতেছে। তিনটি ম্যাচ হেরেছে। ১০ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দুই নম্বরে রয়েছে তারা। মুম্বই আবার ৭ ম্যাচের মধ্যে মাত্র ৩টিতে জিতেছে। ৪টি ম্যাচই হেরেছে। ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবলের ৯ নম্বরে আছে রোহিত শর্মা ব্রিগেড। এই ম্যাচ জিতলে লিগ টেবলে এক লাফে অনেকটা উপরে উঠে আসবে তারা।
প্রথমে ব্যাট করে শুরুটা দুর্ধর্ষ করল রাজস্থান। পাওয়ার প্লে তে বিনা উইকেটে ৬৫ রান হয়ে গেল তাদের। বাটলার ১৮ বলে ১৮ রান করে আউট হলেন। অধিনায়ক সঞ্জু ১৪ রান করে দায়িত্বজ্ঞানহীন শট খেলে আউট হলেন। দেবদত্ত ফ্লীপার বুঝতে না পেরে বোল্ড হলেন। পীযূষ চাওলা চার ওভারে দুর্দান্ত বল করে দুটি উইকেট নিলেন।
That Maiden IPL Century feeling
A TON in 1️⃣0️⃣0️⃣0️⃣th IPL Match 🙌🏻@ybj_19 departs after 124 off just 62 deliveries 👏🏻👏🏻#IPL1000 | #TATAIPL | #MIvRR pic.twitter.com/rV3X7AUSfc
— IndianPremierLeague (@IPL) April 30, 2023
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mumbai Indians, Rajasthan Royals