মেসিকে ইংল্যান্ডে আনতে নিজের বেতন কমাতেও রাজি মার্টিনেজ – News18 Bangla
লন্ডন: আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক তিনি। আর কয়েক মাস পর কলকাতায় আসবেন সেটাও জানা আছে। কিন্তু লিওনেল মেসিকে যেভাবে অপমান করা হচ্ছে প্যারিসে সেটা দেখে আর চুপ থাকতে পারেননি এমি মার্তিনেস। কড়া প্রতিক্রিয়া দিয়েছেন আর্জেন্টিনার শেষ প্রহরী। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার মধ্যমণি মেসি হলেও আর এক নায়ক ছিলেন এমিলিয়ানো মার্তিনেস। সেই মার্তিনেস এবার মেসিকে নিজের ক্লাবে নিয়ে আসার শপথ করলেন।
প্রয়োজনে নিজের বেতন কমিয়ে দেবেন তিনি। সংবাদমাধ্যমে মার্তিনেস বলেছেন, যদি পিএসজি সমর্থকরা লিয়োকে শিস দেয়, বিদ্রুপ করে তা হলে ওকে আমি অ্যাস্টন ভিলায় নিয়ে আসব। আমি ওর পছন্দের খাবার রান্না করব। সমর্থকদের বলব, লিওর জন্য ছোট ছোট পতাকা তৈরি করে ওকে সমর্থন করতে। দরকার পড়লে নিজের বেতনও কমিয়ে দেব। মার্তিনেস বলেছেন, বিশ্বকাপে মেসির কাছে আমার সব থেকে বড় শিক্ষা হল কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখা।
Emiliano Martinez: Messi, Aston Villa’ya gelirse maaşımdan kesinti yaparım. pic.twitter.com/INOpbwam9U
— Fanatik (@fanatikcomtr) May 23, 2023
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Emiliano martinez, Lionel Messi