মুম্বইয়ের আকাশে নতুন তারা, পাঁচ রানে ৫ উইকেট নিয়ে ছুটি করে দিলেন লখনউয়ের – News18 Bangla

চেন্নাই: মুম্বই ইন্ডিয়ান্স এমনি এমনি পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ন নয়। তারা জানে কোন সময় জ্বলে উঠতে হয়। বুধবার আরও একবার সেটা প্রমাণ করল তারা। স্কোরবোর্ডে ১৮২ রান চেন্নাইয়ের মাঠে বড় টোটাল সেটা বলার অপেক্ষা রাখে না। এই উইকেটে রান তোলা কঠিন কাজ সেটা বোঝা গিয়েছিল মুম্বইয়ের ব্যাটিং করার। পরের দিকে এই উইকেট আরও স্লো হয়ে যাবে সেটা জানাই ছিল।

কেন আজ লখনউ কুইন্টন ডি কককে বাইরে রাখল তার যুক্তি নেই। প্রেরক (৩) ওপেন করতে নেমে ব্যর্থ। কায়েল মায়র্স (১৮) ভাল শুরু করেও কিছু করতে পারলেন না। অধিনায়ক ক্রনাল পান্ডিয়া ১১ বলে ৮ কেনই বা এলেন কিছুই বোঝা গেল না। বাদোনি (১) বোল্ড হয়ে গেলেন। একই ওভারে ফিরে গেলেন নিকোলাস পুরান। খাতায় খুলতে পারলেন না তিনি। দুটি উইকেটই নিলেন আকাশ মাধওয়াল।

আজ অসাধারণ বল করলেন মুম্বইয়ের এই মিডিয়াম পেসার। মোট ৫ উইকেট পেলেন তিনি। উত্তরাখন্ড থেকে উঠে আসা এই সিমার এবার মুম্বইয়ের অন্যতম সেরা আবিষ্কার। লখনউ দলের হয়ে একমাত্র লড়াই করছিলেন মার্কোস স্তইনিস (৪০) । তিনি যতক্ষণ ছিলেন একটা আশা ছিল। কিন্তু উইকেটের মাঝে দীপক হুদার সঙ্গে ধাক্কাধাক্কিতে রান আউট হয়ে গেলেন অস্ট্রেলিয়ান।

Published by:Rohan roychowdhury

First published:

Tags: LSG, Mumbai Indians



Source link

Read also  ISL News: Appeal Committee Rejects Appeals By Kerala Blasters And Ivan Vukomanovic