মিচেল স্টার্ক একাই বুঝে নিলেন হিসেব, ভারতকে মাত্র ২৬ ওভার দিলেন ব্যাট করতে!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium, Mumbai) পাঁচ উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে (Australia vs India, 1st ODI), তিন ম্যাচের চলতি ওয়ানডে সিরিজের শুভারম্ভ করেছিল টিম ইন্ডিয়া। রবিবার বিশাখাপত্তনমের ডক্টর ওয়াইএসআর রেড্ডি এসিএ-ভিডিসিএ (Dr. Y.S. Rajasekhara Reddy ACA-VDCA Cricket Stadium) দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমেছে ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia, 2nd ODI)। স্টিভ স্মিথ (Steven Smith) টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়ে ছিলেন। স্মিথের সিদ্ধান্তে সিলমোহর দিয়ে দিলেন মিচেল স্টার্ক (Mitchell Starc)। একাই তুলে নিলেন পাঁচ উইকেট। ভারত গুটিয়ে গেল মাত্র ১১৭ রানে। ৫০ ওভারের ম্যাচে ভারত ব্যাট করল মাত্র ২৬ ওভার। 

আরও পড়ুনMohammed Shami and Mohammed Siraj: ‘রোনাল্ডোর মতো সেলিব্রেশন কোরো না!’ কেন সিরাজ এমন পরামর্শ দিলেন শামি?

ব্যক্তিগত কারণে রোহিত শর্মা প্রথম ওয়ানডে খেলেননি। এদিন তিনি ফিরেছেন। ভারত অধিনায়ক চেনা ওপেনারের ভূমিকাতেই উত্তীর্ণ হলেন শুভমন গিলের সঙ্গে। ভারতের ইনিংসের তৃতীয় বলেই চলে যায় প্রথম উইকেট। স্টার্কের বলে মার্নাস লাবুশানের হাতে ক্যাচ তুলে দেন তিনি। মাত্র ২ বল ক্রিজে ছিলেন গিল। কোনও রান যোগ না করেই ফিরে যান পঞ্জাবের ওপেনার। তিনে নামা বিরাট কোহলির সঙ্গে রোহিতের যুগলবন্দি জমার অপেক্ষায় যখন বিশাখাপত্তনমের দর্শকরা, ঠিক তখনই যা করার করে দিলেন স্টার্ক। বিশ্ববন্দিত অজি পেসারের দ্বিতীয় শিকার ক্যাপ্টেন রোহিত। স্টার্কের সিম ডেলিভারিতে প্রথম স্লিপে খোঁচা দিলেন রোহিত। বাজপাখির মতো ঝাঁপিয়ে ক্যাচ নিলেন ক্যাপ্টেন স্মিথ। ১৩ রানে শেষ হয়ে যায় রোহিতের গল্প। পাঁচ ওভারের মধ্যেই ৩২ রান তুলতে গিয়ে ভারতের দুই ওপেনার ফিরে যায়। কাঁধে গুরুদায়িত্ব তুলে নেন কোহলি।

এই পরিস্থিতিতে কীভাবে খেলতে হয়, তা কোহলির খুব ভালো ভাবে জানা আছে। তবে তাঁর একার পক্ষে তো আর সম্ভব নয়। কাউকে এসে অন্য প্রান্তটি ধরতে হয়। চারে নামা সূর্যকুমার যাদব (০) ও পাঁচে নামা কেএল রাহুলকে (৯) প্লাম এলবিডব্লিউ করে ভারতের আত্মবিশ্বাসটাই ভেঙে দিলেন স্টার্ক। ছয়ে নেমে হার্দিক পাণ্ডিয়াও হতাশ করলেন। সিন অ্যাবটের বলে তিনিও রোহিতের মতো স্লিপে স্মিথের হাতে ক্যাচ তুলে দেন। প্রথম ম্যাচের স্ট্যান্ড-ইন ক্যাপ্টেন ফেরেন মাত্র ১ রান করে। এরপর কোহলি এলবিডব্লিউ হয়ে যান ন্যাথান এলিসের বলে। এদিনে ভারতের সর্বোচ্চ স্কোর তাঁর ব্যাট থেকেই আসে। ৩৫ বলে ৩১ করেন প্রাক্তন অধিনায়ক। সাতে নেমে রবীন্দ্র জাদেজা ১৬ রানে আউট হয়ে যান। আটে নেমে অক্ষর প্যাটেল অপরাজিত থাকেন ২৯ রানে। তবে কুলদীপ যাদব, মহম্মদ শামি ও মহম্মদ সিরাজের থেকে কারোরই প্রত্যাশা ছিল না। ভারত মাত্র ২৬ ওভার ব্যাট করতে পারে। বিরাট অঘটন না ঘটলে অস্ট্রেলিয়া যে সিরিজে সমতায় ফিরবে, তা আর বলার অপেক্ষা রাখে না। এদিন অ্যাবট পেলেন তিন উইকেট। দুই উইকেট নেন এলিস।

Read also  'ওটা কোনওমতেই পেনাল্টি নয়', রেফারিকে 'জঘন্যতম' বলে ক্ষোভ উগরে দিলেন লুকা মদ্রিচ

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)



Source link