ভারতের জার্সিতে গিলের আগুন দেখতে চান রোহিত – News18 Bangla

মুম্বই: এবারের মত আইপিএল যাত্রা শেষ হয়ে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স দলের। শুক্রবার গুজরাতের কাছে হেরে ছিটকে গিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। আরও ভাল করে বললে মুম্বই হেরেছে শুভমন গিলের কাছে। এরকম একটা ইনিংস একজন ব্যাটসম্যান খেললে বিপক্ষ দলের অধিনায়কের বিশেষ কিছু করার থাকে না। সেটাই হয়েছে রোহিতের সঙ্গে।

আইপিএল খেলতে খেলতেই রোহিতের মন পড়ে রয়েছে দেশের জার্সিতে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে দলের ক্রিকেটারদের বার্তা দিয়েছেন তিনি। পাঁচ বার আইপিএল জিতলেও দেশের জার্সিতে এখনও কোনও আইসিসি ট্রফি জিততে পারেননি রোহিত। সামনেই দু’টি ট্রফি জয়ের হাতছানি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও দেশের মাটিতে এক দিনের বিশ্বকাপ।

আরও পড়ুন – ফাইনালে গিলের ভয়ে কাঁপছে ধোনির চেন্নাই! আউট করার প্ল্যান কষছেন মাহি

রোহিত জানেন, এই দু’টি ট্রফি জিততে না পারলে তাঁর অধিনায়কত্বের ছাপ রেখে যেতে পারবেন না তিনি। আর সেখানে সাফল্যের জন্য ভারতের হয়ে শুরুতে শুভমনকে দরকার। সেই কারণেই শুভমনের ছন্দের কথা বলেছেন রোহিত। শুভমন গিলের কাছে হারতে হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সকে। তাঁর ১২৯ রানের ইনিংস আইপিএল থেকে ছিটকে দিয়েছে রোহিত শর্মাদের।

Published by:Rohan roychowdhury

First published:

Tags: Rohit Sharma, Shubhman Gill



Source link

Read also  IND vs PAK | ICC World Cup 2023: ঘরের মাঠে বিশ্বযুদ্ধ, 'মাদার অফ অল ব্যাটল' হবে এই ভেন্যুতেই! চলে এল আপডেট