ব্রুক থেকে বেন, ভেসে গেলেন বেনো জলে, ইংরেজ ক্রিকেটারদের ফ্লপ শো আইপিএলে

শুভব্রত মুখার্জি: বেন স্টোকস, স্যাম কারেন, লিয়াম লিভিংস্টোন থেকে জোফ্রা আর্চার বিশ্ব ক্রিকেটের অন‌্যতম সেরা ক্রিকেটার তারা। কোটি কোটি টাকা খরচ করে আইপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি তাদেরকে দলে নিলেও পারফরম্যান্সের খাতায় কার্যত শূন্য তারা। তাদের সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিদের হয়ে আইপিএলের ১৬ তম মরশুমে একেবারেই ভালো পারফরম্যান্স করতে পারেননি এই ‘মিলিয়ন ডলার’ ক্রিকেটাররা। আইপিএলের এই মরশুমের আগেই অনুষ্ঠিত হয় মেগা নিলাম। যেখানে সর্বশেষ টি-২০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল ইংল্যান্ড ক্রিকেটারদের প্রতি একটা বাড়তি আগ্রহ ছিল ফ্র্যাঞ্চাইজিগুলোর।যা বোঝা যায় নিলামের ফল দেখলেও। নিলামেও ছাপ ফেলেছিল এই আগ্রহ। এবারের নিলামে যেসব ক্রিকেটারদের দাম সর্বোচ্চ ছিল, সেই তালিকায় প্রথম পাঁচজনের তিনজনই ছিলেন ইংরেজ ক্রিকেটার। যদিও এই তিনজনই ব্যর্থ হয়েছেন। ব্যর্থ হয়েছেন নিজেদের নাম এবং দামের প্রতি সুবিচার করতে।

∆ হ্যারি ব্রুক (ইংল্যান্ড, সানরাইজার্স হায়দরাবাদ)

নিলাম মূল্য— ১৩ কোটি ২৫ লক্ষ

ইসিবির কেন্দ্রীয় চুক্তির বাইরে রয়েছেন হ্যারি ব্রুক। তবে তাঁকে নিতে মোটা অঙ্কের টাকা খরচ করে হায়দরাবাদ। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ব্রুক ৫৫ বলে ১০০ রানের একটি অনবদ্য অপরাজিত ইনিংস খেলেন। তবে সে ম্যাচের আগে বা পরে আর একটিতেও ব্রুক ভালো রান পাননি। তিনবার আউট হয়েছেন শূন্য রানেই। ফলে একটা সময়ে ব্রুককে দলের বাইরেও বসিয়ে রেখেছিল হায়দরাবাদ। ব্যাটিং গড় ২৭।রান করেছেন ১২৮.৫৭ স্ট্রাইক রেটে।

∆ বেন স্টোকস (ইংল্যান্ড, চেন্নাই সুপার কিংস)

নিলাম মূল্য— ১৬ কোটি ২৫ লক্ষ টাকা।

প্লে-অফে উঠেছে সিএসকে। তবে ইতিমধ্যেই বেন স্টোকস আইপিএল ছেড়ে চলে গিয়েছেন। গ্রুপ পর্বে চেন্নাইয়ের শেষ ম্যাচের পরই দেশে ফিরেছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক। স্টোকস এবারের আইপিএল খেলেছেন ২টি ম্যাচ। ইংল্যান্ডের সামনের গ্রীষ্মের প্রস্তুতির জন্য আগৈই আইপিএল ছাড়েন তিনি। গুজরাট টাইটানসের বিপক্ষে নিজের প্রথম ম্যাচে ৭ রান করেন। লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে করেন ৮ রান। প্রথম ম্যাচে বোলিং করেননি। দ্বিতীয় ম্যাচে ১ ওভার করে দিয়েছিলেন ১৮ রান।

Read also  IPL 2023 Orange Cap Faf Du Plessis Leading Know The Full List In Details

∆ স্যাম কারেন (ইংল্যান্ড, পঞ্জাব কিংস):

নিলাম মূল্য— ১৮ কোটি ৫০ লক্ষ টাকা

আইপিএল নিলামের ইতিহাসে সর্বোচ্চ মূল্যের ক্রিকেটার হন তিনি। প্রসঙ্গত গত টি-২০ বিশ্বকাপের ফাইনালের ম্যাচসেরা, টুর্নামেন্ট সেরা হয়েছিলেন স্যাম কারেন। রেকর্ডভাঙা দামে দলে এলেও করেছেন একেবারে খারাপ পারফরম্যান্স। তাঁর ব্যাটিং স্ট্রাইক রেট ১৩৫.৯৬। করেছেন ২৭৬ রান। রয়েছে একটি অর্ধশতরানও। শিখর ধাওয়ানের অনুপস্থিতিতে পঞ্জাবকে নেতৃত্বও দিয়েছেন তিনি। ১৪ ম্যাচ খেলে নিয়েছেন ১০টি উইকেটও। ওভারপ্রতি খরচ দিয়েছেন ১০.২২ রান। আর এটাই অন্যতম কারণ যে কারতে প্লে-অফের আগেই বিদায় নিয়েছে পঞ্জাব।

Source link