ব্যাট হাতে হেলমেট পরে মাঠে রাহুল দ্রাবিড়, কীসের প্রস্তুতি? ভাইরাল ভিডিও India vs Australia Video of Rahul Dravid wearing helmet with bat in hand goes viral sup – News18 Bangla
মুম্বই: রাহুল দ্রাবিড় ভারতীয় তথা বিশ্ব ক্রিকেটের দ্য ওয়াল। এক সময় ভারতীয় দলের মিডল অর্ডারে বহু যুদ্ধ জয়ের সাক্ষী তিনি। টেস্ট হোক বা একদিনের ক্রিকেটে ব্যাট হাতে টিম ইন্ডিয়াকে বহু বিপদ থেকে রক্ষা করেছেন রাহুল দ্রাবিড়। ক্রিকেটকে বিদায় জানানোর পর মন দিয়েছেন কোচিং কেরিয়ারে। ছোটদের দলকে সাফল্য এনে দেওয়ার পর দায়িত্ব পান সিনিয়র ভারতীয় দলের। এবার ফের একবার ব্যাট হাতে, হেলমেট পরে দেখা গেল ভারতীয় দলের প্রাক্তন ‘মিস্টার ডিপেন্ডবলকে’। যেই ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের পর এবার ৩ ম্যাচের একদিনের সিরিজে নেমেছে টিম ইন্ডিয়া। প্রথম একদিনের ম্যাচের আগে ওয়াংখেড়েতে ব্যাট হাতে-হেলমেট পড়ে দেখা যায় রাহুল দ্রাবিড়কে। তবে রাহুল দ্রাবিড়ের এই প্রস্তুতি নিজে ব্যাট করার জন্য নয়। শুবমান গিলকে অনুশীলন করানোর জন্য। একদিনের সিরিজ শুরুর আগে গিলকে স্লিপ ক্যাচ অনুশীলন করাতে দেখা যায় রাহুল দ্রাবিড়কে। সামনে থেকে জোরে বল ছোঁড়ার কারণে সুরক্ষার জন্য হেলমেট পরেছিলেন দ্রাবিড়। বিসিসিআইয়ের তরফ থেকে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়। সেখানে দেখা যায় নানাভাবে গিলকে ক্যাচ অনুশীলন করাচ্ছেন রাহুল দ্রাবিড়।
A perfect ‘catch’-up ft. #TeamIndia Head Coach Rahul Dravid & @ShubmanGill ahead of Match Day 👌👌 #INDvAUS | @mastercardindia pic.twitter.com/TC1mw5L7fX
— BCCI (@BCCI) March 17, 2023
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: India vs Australia, Rahul Dravid, Viral Video