ব্যাট ছেড়ে গিটারে মন দিয়েছেন মাহি – News18 Bangla

চেন্নাই: যদি ক্রিকেটার না হয়ে মহেন্দ্র সিং ধোনি অন্য কোনও পেশা বেছে নিতেন সেখানেও নিঃসন্দেহে সাফল্য পেতেন। কারণ তিনি যেটাই করেন মন থেকে করেন এবং বুদ্ধি দিয়ে করেন। ভারতীয় সেনার সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল হিসেবে এর আগে গুলি চালিয়েছেন, উঁচু থেকে লাফ মেরেছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর মুরগি এবং সবজির ব্যবসা করছেন।

এছাড়া একাধিক এনডোর্সমেন্ট করেন। অথর্ব নামের একটি ওয়েব সিরিজ করেছে তার প্রোডাকশন কোম্পানি। চলছে আরও একটি তামিল সিনেমার কাজ। এবার আইপিএল শুরুর আগে চেন্নাই সুপার কিংস জার্সিতে গিটার বাজাতে দেখা গেল ধোনিকে। একটি প্রমোশনাল ভিডিওতে দেখা যাচ্ছে ধোনি রীতিমতো পেশাদার ভঙ্গিতে গিটার বাজাচ্ছেন।

আরও পড়ুন – প্রাণের প্রিয় মোহনবাগান নাকি জামাই সুনীল ছেত্রী? মেগা ফাইনালে সুব্রতর বাজি কে?

সঙ্গে রয়েছেন ঋতুরাজ, দীপক চাহার এবং শিবম দুবে। পেছনে মিউজিক চলছে। তবে ধোনিকে দেখে বোঝার উপায় নেই তিনি একবারও ছন্দ মিস করছেন না। কোমর দোলাচ্ছেন রীতিমতো। এমনিতে অনেকেই মনে করছেন এটাই হয়তো মহেন্দ্র সিং ধোনির আইপিএলে শেষ বছর। তিনি চেয়েছিলেন দেশের মাটিতে আইপিএল খেলে অবসর নেবেন। এবছর সেটাই হবে।

Published by:Rohan roychowdhury

First published:

Tags: CSK, IPL 2023, M.S Dhoni



Source link

Read also  germany vs spain preview, জার্মানি বনাম স্পেন ম্যাচের প্রিভিউ – News18 Bangla