বুমরাহের অনুপস্থিতিতে কে হবে MI-এর ট্রাম্পকার্ড? রোহিতকে পথ দেখালেন গাভাসকর

মুম্বই ইন্ডিয়ান্স (এমআই) গত বছর একটি বিপর্যয়ের মধ্যে দিয়ে গিয়েছিল। জঘন্য পারফরম্যান্স করে আইপিএল পয়েন্ট টেবলের লাস্টবয় হয়েছিল। তারা কি এ বার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রত্যাবর্তন করতে পারবে? কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর দৃঢ় ভাবে বিশ্বাস করেন যে, রোহিত শর্মা ব্রিগেড এই বছর শিরোপার দাবিদার হিসেবে বিশ্বের সবচেয়ে ধনী টি-টোয়েন্টি লিগে খেলতে নামবে। তারা তারকা পেসার জসপ্রীত বুমরাহকে না পেলেও গাভাসকরের দাবি, মুম্বইয়ে প্লে-অফে ওঠার বড় সম্ভাবনা রয়েছে।

পেসার বুমরাহ ২০২৩ আইপিএলের পুরো সংস্করণটিই মিস করবেন। চোটের জায়গায় অস্ত্রোপচার করানোর ফলে তিনি ছয় মাসের জন্য ২২ গজ থেকে ছিটকে গিয়েছেন। পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স ২০২৩ আইপিএল নিলামে ক্যামেরন গ্রিন (১৭.৫ কোটি) এবং ঝাই রিচার্ডসনকে (১.৫ কোটি) দলে নিয়েছিলেন। তবে ঝাই রিচার্ডসনও চোটের কারণে ছিটকে গিয়েছেন। তবে ইংল্যান্ডের পেসার জোফ্রা আর্চারকে এই মরশুমে পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: জল্পনাতেই পড়ল শিলমোহর, পন্তের জায়গায় DC-র নতুন অধিনায়ক ডেভিড ওয়ার্নার

সুনীল গাভাসকর বলেছেন, ‘আমি মনে করি, জোফ্রার দলে ফিরে আসাটা মুম্বইয়ের শক্তি হবে। ও প্রথম দিকেই উইকেট তুলে নিতে সক্ষম। এবং শেষের দিকেও কয়েক ওভার বল করতে পারে, রান আটকাতে পারে এবং উইকেটও নিতে পারে।’

মুম্বই ইন্ডিয়ান্স ২০২৩ আইপিএল নিলামে পীযূষ চাওলা (৫০ লাখ), ডুয়ান জানসেন (২০ লাখ), বিষ্ণু বিনোদ (২০ লাখ), শামস মুলানি (২০ লাখ), নেহাল ওয়াধেরা (২০ লাখ), এবং রাঘব গয়ালকে দলে নিয়েছে (২০ লক্ষ)। এর আগে, পাঁচ বারের চ্যাম্পিয়ন টিম কায়রন পোলার্ড, ড্যানিয়েল সামস, ফ্যাবিয়ান অ্যালেন, জয়দেব উনাদকাট, মায়াঙ্ক মারকান্ডে এবং রিলি মেরেডিথদে ছেড়ে দেয়। মুম্বই নতুন মৌসুম শুরুর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর থেকে অস্ট্রেলিয়ার জেসন বেহরেনডর্ফকেও সই করিয়েছে।

আরও পড়ুন: বুমরাহ থেকে পন্ত- কারা কারা মিস করতে চলেছেন IPL 2023? দেখে নিন পুরো তালিকা

Read also  Ravindra Jadeja batted beautifully and he runs hard between the wickets, says KL Rahul

বিদেশিদের নিয়ে কথা বলতে গিয়ে গাভাসকর বলেছেন, ‘মুম্বই দলের তিন বিদেশি অবশ্যই গ্রিন, ডেভিড এবং আর্চার। চতুর্থ বিদেশি হতে পারে ট্রিস্টিয়ান স্টাবস এবং ডেওয়াল্ড ব্রেভিসের মধ্যে এক জন। সেটা নির্ভর করবে দু’জনের মধ্যে কে ছন্দে রয়েছে তার উপর।’

তিনি আরও যোগ করেছেন, ‘আমার মনে হয় মুম্বই দলে ম্যাচ জেতানোর কাজটা করবে টিম ডেভিড। কয়েক ওভারের মধ্যে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে ওর। সেই সঙ্গে রয়েছে গ্রিন। ও ব্যাটে, বলে পার্থক্য করে দিতে পারে। তিন নম্বরেও ব্যাট করতে পারে ও। অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করার অভিজ্ঞতা রয়েছে। প্রচুর রান করেছে ও অস্ট্রেলিয়ার হয়ে।’

৩১ মার্চ থেকে শুরু হবে আইপিএল। আর আইপিএলে মুম্বইয়ের প্রথম ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। ২ এপ্রিল এম চিন্নাস্বামী স্টেডিয়ামে হবে সেই ম্যাচ।

Source link