বিশ্বকাপ জিতেও দুই নম্বরে আর্জেন্তিনা, শীর্ষে নেইমারের ব্রাজিল, দেখে নিন ফিফার র‍্যাঙ্কিং

বিশ্বকাপের পরপরই ফিফা প্রকাশ করেছে নিজেদের র‍্যাঙ্কিং তালিকা। সেখানে আশ্চর্যজনকভাবে বিশ্বকাপ জিতেও শীর্ষে উঠতে পারেনি লিওনেল মেসির আর্জেন্তিনা। বিশ্বকাপের ফাইনালে উঠতে না পারলেও ফিফা র‍্যাঙ্কিং-এ নিজেদের শীর্ষস্থান অক্ষুণ্ন রেখেছে নেইমারদের ব্রাজিল। ফেব্রুয়ারি মাসে বেলজিয়ামকে টপকে ফিফা র‍্যাঙ্কিং-এর শীর্ষস্থান দখল করেছিল ব্রাজিল। এরপর থেকে টানা ১০ মাস শীর্ষস্থান ধরে রেখেছে তারা। এমন কি ৩৬ বছর পরে বিশ্বকাপ ঘরে তুলেও এক নম্বরে উঠতে পারেনি আর্জেন্তিনা।

যদিও বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে হেরে বিদায় নিয়েছিল ব্রাজিল। বিশ্বকাপে ব্রাজিল ৩টি ম্যাচ জিতেছে। ক্যামেরুনের সঙ্গে একটি হার এবং ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ড্র করেছিল তারা। আর্জেন্তিনা শীর্ষস্থানে আসতে পারত যদি তারা বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারাতে পারত নির্ধারিত সময়ের ভিতরে কিন্তু মেসিরা সেটি করতে ব্যর্থ হয়েছে বলেই এক নম্বরে উঠতে পারেনি তারা। আশ্চর্য হলেও সত্যি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেও তালিকায় এক নম্বরে উঠতে পারেনি নীল সাদা জার্সিধারীরা। সুখের দিনেও মেসিদের জন্য দুঃসংবাদ দিল ফিফা।

আরও পড়ুন… সোসোনার গ্লাভস গোপানাঙ্গে ঠেকিয়ে অশ্লীল ইঙ্গিত কেন? মুখ খুললেন আর্জেন্তিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ

দেখে নেওয়া যাক ফিফা র‍্যাঙ্কিং-এর তালিকা। ব্রাজিল এক নম্বরে রয়েছে, তালিকায় আর্জেন্তিনা এবং ফ্রান্স দুই দলই যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে অবস্থান করছে। অন্যদিকে বেলজিয়াম দুই ধাপ পিছিয়ে চার নম্বর স্থানে অবস্থান করছে। ইংল্যান্ড ও নেদারল্যান্ডস রয়েছে যথাক্রমে পাঁচ ও ছয় নম্বরে। শীর্ষ দশে সবচেয়ে বড় লাফটি দিয়েছে ক্রোয়েশিয়া। তারা বর্তমানে সপ্তম স্থানে রয়েছে। লুকা মাদ্রিচদের ক্রোয়েশিয়া ১০ নম্বর থেকে সাত নম্বরে উঠে এসেছে।

আরও পড়ুন… লজ্জার নজির গড়ল বাবর আজমের পাকিস্তান, প্রথমবার ঘরের মাঠে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ

সদ্য প্রকাশিত ফিফার তালিকায় শীর্ষস্থান দখল করতে না পারলেও অবশ্য তা নিয়ে চিন্তিত নন আর্জেন্তিনার মানুষ। ফিফা র‍্যাঙ্কিং নয়, তাদের কাছে আসল ছিল বিশ্বকাপ জয়। সেটাতে তারা শেষ পর্যন্ত সফল হয়েছে। আর্জেন্তিনার ফুটবল ইতিহাসে এমন রাত এসেছে সাড়ে তিন দশক পর। তাই স্বপ্নের আচ্ছন্নতায় ঢেকে রয়েছে গোটা দেশ। কোটি কোটি লিওনেল মেসির ভক্তরা এবং আর্জেন্তিনা প্রেমি মানুষের কাছে এই সময়টা অন্যরকম। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল পাঁচটা বিশ্বকাপের মালিক। সেখানে এতদিন দুটো বিশ্বকাপ ছিল আর্জেন্তিনার দখলে। কাতারের মাটিতে চ্যাম্পিয়ন হয়ে ব্যবধানটা কমিয়েছে মেসির দেশ। তালিকায় কত নম্বরে আছে দল তাতে কিছু আসে যায় না তাদের।

Read also  IND vs ENG: ভারতের ইনিংসের প্রথম ১০ ওভারেই হেরে বসেছিলাম-পাল্টা রোহিতদেরই দায়ী করছেন সেহওয়াগ - IND vs ENG: We lost the match in the first 10 overs

Source link