বিরাট টি-টোয়েন্টি বিশ্বকাপে অটোমেটিক পছন্দ বলছেন গাভাসকার – News18 Bangla

মুম্বই: বিরাটকে বাদ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলকে দেখতে চান না সুনীল গাভাসকর। স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিরাট কোহলির অভিজ্ঞতা এবং ফিটনেস সঙ্গে ফর্ম তাকে টি-টোয়েন্টি বিশ্বকাপে অটোমেটিক দলে রাখতে হবে। অন্যথা ভুগতে হবে ভারতকে। কোহলি এই বছর আইপিএলে খেলা ১৪ ম্যাচে ৫৩.২৫ এর দুর্দান্ত গড় সহ ৬৩৯ রান করেছেন।

সুনীল গাভাসকর বলেছেন যে কোহলি যেভাবে রান করছেন তা দেখে, তিনি যদি নির্বাচক হতেন তবে তিনি অবশ্যই এই বছরের জুন এবং জুলাইয়ে অনুষ্ঠিত টি-টোয়েন্টি সিরিজে কোহলিকে বেছে নিতেন। লিগ পর্বের পর আইপিএল ২০২৩-এ সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তৃতীয় স্থানে ছিলেন বিরাট কোহলি। লিগ পর্বে ব্যাক টু ব্যাক সেঞ্চুরিও করেছেন কোহলি।

আরও পড়ুন – Rinku Singh: রিঙ্কু ঢুকছেন ভারতীয় দলে! আফগানদের বিরুদ্ধে অভিষেক হতে চলেছে কেকেআর নায়কের?

এবার প্রাক্তন ভারতীয় অধিনায়কের টি-টোয়েন্টি ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করেছেন লিটল মাস্টার সুনীল গাভাসকর। গাভাসকর পরিষ্কার জানিয়ে দিয়েছেন আর যাই হোক বিরাট কোহলিকে বাদ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত যেন দল না নামায়। এটা অবশ্যই ঠিক রিঙ্কু, জয়সওয়াল, তিলক বর্মা, নেহাল একাধিক ভাল ব্যাটসম্যান উঠে এসেছে।

Published by:Rohan roychowdhury

First published:

Tags: Sunil Gavaskar, Virat Kohli



Source link

Read also  ফুটবল ম্য়াচের মাঝে ভয়ঙ্কর দুর্ঘটনা স্টেডিয়ামে, মৃত ৯, আহত ১০০-র বেশি