বিরাট টি-টোয়েন্টি বিশ্বকাপে অটোমেটিক পছন্দ বলছেন গাভাসকার – News18 Bangla
মুম্বই: বিরাটকে বাদ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলকে দেখতে চান না সুনীল গাভাসকর। স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিরাট কোহলির অভিজ্ঞতা এবং ফিটনেস সঙ্গে ফর্ম তাকে টি-টোয়েন্টি বিশ্বকাপে অটোমেটিক দলে রাখতে হবে। অন্যথা ভুগতে হবে ভারতকে। কোহলি এই বছর আইপিএলে খেলা ১৪ ম্যাচে ৫৩.২৫ এর দুর্দান্ত গড় সহ ৬৩৯ রান করেছেন।
সুনীল গাভাসকর বলেছেন যে কোহলি যেভাবে রান করছেন তা দেখে, তিনি যদি নির্বাচক হতেন তবে তিনি অবশ্যই এই বছরের জুন এবং জুলাইয়ে অনুষ্ঠিত টি-টোয়েন্টি সিরিজে কোহলিকে বেছে নিতেন। লিগ পর্বের পর আইপিএল ২০২৩-এ সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তৃতীয় স্থানে ছিলেন বিরাট কোহলি। লিগ পর্বে ব্যাক টু ব্যাক সেঞ্চুরিও করেছেন কোহলি।
আরও পড়ুন – Rinku Singh: রিঙ্কু ঢুকছেন ভারতীয় দলে! আফগানদের বিরুদ্ধে অভিষেক হতে চলেছে কেকেআর নায়কের?
এবার প্রাক্তন ভারতীয় অধিনায়কের টি-টোয়েন্টি ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করেছেন লিটল মাস্টার সুনীল গাভাসকর। গাভাসকর পরিষ্কার জানিয়ে দিয়েছেন আর যাই হোক বিরাট কোহলিকে বাদ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত যেন দল না নামায়। এটা অবশ্যই ঠিক রিঙ্কু, জয়সওয়াল, তিলক বর্মা, নেহাল একাধিক ভাল ব্যাটসম্যান উঠে এসেছে।
“There will be another IPL before that” – Sunil Gavaskar feels it’s too early to debate about Virat Kohli’s place in 2024 T20 World Cup squad#IPL2023Final #ViratKohli #RCB #MIvsGT#CSKvMI #T20WorldCup https://t.co/FgExGS4fJg
— Sports Lab (@SportsLab18) May 26, 2023
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Sunil Gavaskar, Virat Kohli