বিরাটের থেকে সচিনকে অনেক এগিয়ে রাখলেন সাকলাইন – News18 Bangla
লাহোর: যবে থেকে বিরাট কোহলি ভারতীয় ক্রিকেটের সুপারস্টার হয়েছেন তবে থেকেই তার তুলনা চলে সচিন তেন্ডুলকরের সঙ্গে। সেটা অবশ্য খুব একটা অন্যায় এমন নয়। কিন্তু পাকিস্তানের কিংবদন্তি স্পিনার সাকলাইন মুশতাক জানিয়ে দিচ্ছেন তার কাছে কোহলির থেকে এগিয়ে থাকবেন সচিন। কারণ বিরাটের তুলনায় তিনি অনেক বেশি কঠিন বোলারদের মুখোমুখি হয়েছিলেন। সাকলাইন মনে করেন আক্রম, ম্যাকগ্রা, ওয়ালশদের ফেস করতে হলে বিরাটের রান অনেক কম থাকত।
ব্যাটসম্যানের স্কিল বিচার করলে এগিয়ে থাকবেন সচিন। বিরাট কোহলি বর্তমান সময়ের কিংবদন্তি, কিন্তু সচিন তেন্ডুলকর খুব কঠিন বোলারদের মোকাবিলা করেছেন। তখনকার বোলাররা ছিল ভিন্ন ধরনের। বিরাট কোহলি কী ওয়াসিম আক্রমের মুখোমুখি হয়েছেন? ওয়ালশ, কার্টলি অ্যামব্রোস, গ্লেন ম্যাকগ্রা, শেন ওয়ার্ন বা মুরলিধরনের মুখোমুখি হয়েছেন?
এই সমস্ত বড় নাম এবং এই সমস্ত বোলাররা খুব চালাক ছিলেন। এদের যোগ্যতা এবং স্কিল এখনকার বোলারদের তুলনায় বেশি ছিল। যে কোনও উইকেটে এরা নিজেদের দাপট দেখাতে পারত ব্যাটসম্যানদের ওপর। এই মুহূর্তে গোটা ক্রিকেট বিশ্বে আক্রম, ম্যাকগ্রা, ওয়ালশ, মুরলিদের মতো বোলার নেই।
বাবর আজমের সঙ্গে বিরাট কোহলির তুলনা করতে গিয়ে সাকলিন বলেন, ‘বিরাট ও বাবর দুজন সম্পূর্ণ আলাদা খেলোয়াড় এবং দুজনেরই নিজস্ব ক্লাস আছে। কিন্তু আপনি যদি সৌন্দর্য, পরিপূর্ণতা এবং প্রযুক্তিগত দিকগুলি দেখেন তবে বাবরের কভার ড্রাইভ অনেক ভাল। কিন্তু ফিটনেস এবং লম্বা খেলার ব্যাপারে আবার এগিয়ে থাকবেন বিরাট। বিদেশি ক্রিকেটারদের সঙ্গে স্লেজ করার ব্যাপারেও বিরাট অনেক এগিয়ে। বাবর কিছুটা ঈশ্বর প্রদত্ত। কোহলি সেখানে পরিশ্রম করে তৈরি হওয়া ক্রিকেটার।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Sachin Tendulkar, Virat Kohli