বিখ্যাত গোল না জর্জিনার সঙ্গে উদ্দাম যৌনতা? অকপট স্বীকারোক্তি কিংবদন্তির

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) ফের একবার খবরে। জুভেন্তাসের (Real Madrid vs Juventus) বিরুদ্ধে রিয়াল মাদ্রিদের জার্সিতে, ২০২৮ সালে চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে একটি চোখ জুড়িয়ে দেওয়া বিস্ময় গোল করেছিলেন। রোনাল্ডোর কাছে জানতে চাওয়া হয়েছিল যে, রোনাল্ডো সেই গোলকে এগিয়ে রাখবেন নাকি পার্টনার জর্জিনা রডরিগেজের (Georgina Rodriguez) সঙ্গে যৌনতাকেই এগিয়ে রাখবেন। রোনাল্ডো সাফ বলে দিলেন যে, গোলের সঙ্গে প্রিয় পার্টনারের সেক্স করার কোনও তুলনাই হয় না। মাঠ নয়, খাটই বেছে নিলেন সিআরসেভেন। জানিয়ে দিলেন জর্জিনাই এগিয়ে।

ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগ্যানকে রোনাল্ডো বলেন, ‘আমি বহু বছর ধরে ওরকম গোল করার চেষ্টা করেছি। আমি হয়তো ৭০০ গোল করেছি, কিন্তু ওরকম গোল করিনি। আমি ভেবেছিলাম, না অবশেষে বাইসাইকেল কিকে গোল পেলাম! সেই অসাধারণ লাফ। যেভাবে আমি জিয়ানলুইগি বুফোঁর বিরুদ্ধে, জুভেন্তাসের বিরুদ্ধে লাফিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে গোল করেছিলাম, অসাধারণ ছিল ওই গোল।’ এরপর মরগ্যান জানতে চেয়েছিলেন ওই গোলের অনুভূতি কি জর্জিনা রডরিগেজের সঙ্গে সেক্স করার অনুভূতির চেয়েও ভালো ছিল?’ এই প্রশ্ন শুনে রোনাল্ডো অকপটে বলেন, ‘না, না, আমার জিয়োর (জর্জিনা রডরিগেজের) সঙ্গে সেক্স করার সঙ্গে ওই গোলের কোনও তুলনাই হবে না।’ ফুটবল সাধক বেছে নিলেন যৌনজীবনই। রোনাল্ডোর যে গোলের কথা বলেছেন, তা তাঁর কোনও ফ্যানই আজীবন ভুলতে পারবেন না।  সালটা ছিল ২০১৮। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সম্রাট গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন। জুভেন্তাসের বিরুদ্ধে টুর্নামেন্টের দ্বিতীয় লেগে রোনাল্ডো ড্যানি কার্ভাহালের ক্রস থেকে বাইসাইকেল কিকে গোল করে বুঝিয়ে দিয়েছিলেন যে, তিনি কোন ধাতু দিয়ে গড়া। ওই গোলের পর অ্যালায়েঞ্জ এরিনায় জুভেন্তাসের সমর্থকরাও উঠে দাঁড়িয়ে হাততালি দিয়েছিলেন। ওই ম্যাচ রোনাল্ডো অ্যান্ড কোং ৩-০ জিতেছিল। দুই লেগ মিলিয়ে রিয়াল ৪-৩ জিতে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন জিনেদিন জিদানের শিষ্যরা। 

Read also  IPL 2023: Virat Kohli Got His Ear Pierced During IPL, RCB Lost To GT As The Wait For Trophy Continues

আরও পড়ুন: Virat Kohli: এমবাপে-নেইমারকে পিছনে ফেলে দিলেন বিরাট! কিন্তু কীভাবে? জেনে নিন

২০০৯ সালে আর্মানি এক্সচেঞ্জের মডেল ক্যাম্পেন চলাকালীন রোনাল্ডোর সঙ্গে দেখা হয়েছিল ইরিনা শায়েকের। রুশ সুপার মডেল ও অভিনেত্রীর সঙ্গে রোনাল্ডোর সম্পর্কের মেয়াদ ছিল ছ’বছর। এরপর ইরিনা ছেড়ে যান রোনাল্ডোকে। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী পর্তুগিজ জাদুকর কখনও ভাবতেও পারেননি যে, ইরিনা তাঁকে ছেড়ে চলে যাবে। বন্ধুদের রোনাল্ডো জানিয়ে ছিলেন যে, সেই সময় সন্তান চাইছিলেন ইরিনা। অন্যদিকে রোনাল্ডো চাইছিলেন ফুটবলেই ফোকাস করতে। ইরিনা এরপর অভিনেতা ব্র্যাডলি কুপারের সঙ্গে ডেট করা শুরু করেন। অন্যদিকে রোনাল্ডোর সঙ্গে ২০১৬ সালে জর্জিনার দেখা হয়ে যায় মাদ্রিদের এক গুচির স্টোরে। সেখানে সেলস অ্যাসিস্টান্ট হিসেবে জর্জিনা কাজ করতেন। এরপর থেকে রোনাল্ডোর জীবনে শুধুই জর্জিনা। ইউরোপিয়ান ফুটবলের বর্ণময় অধ্যায় আপাতত শেষ রোনাল্ডোর। তিনি এসেছেন এশিয়ায়। খেলছেন সৌদি আরবের ক্লাব আল-নাসেরে। পর্তুগিজ মহাতারকা তাঁর পার্টনার জর্জিনা ও পাঁচ সন্তানকে নিয়ে মধ্যপ্রাচ্যের নতুন জীবন মানিয়ে নিচ্ছেন ধীরে ধীরে। সুখেই আছেন সকলে। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 



Source link