বাংলাদেশ বোর্ডের সিদ্ধান্তে মাথায় হাত কেকেআরের – News18 Bangla
কলকাতা: দুদিন আগেই খবর ছড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক হতে পারেন বাংলাদেশের লিটন দাস। কেউ আবার হাওয়ায় ভাসিয়ে দিয়েছিলেন সাকিব আল হাসানের নাম। কিন্তু এর কোনটাই যে হচ্ছে না সেটা জলের মতো পরিষ্কার হয়ে গেল এবার। এক কথায় বলতে গেলে কেকেআরকে বেশ বড় ধাক্কা দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলবেন সাকিবরা।
শনিবার থেকে এক দিনের সিরিজ় শুরু হচ্ছে। তিনটি ম্যাচ খেলবে দুই দেশ। এর পর টি-টোয়েন্টি সিরিজ় এবং একটি টেস্টও রয়েছে। টেস্টটি শুরু হবে ৪ এপ্রিল। সেই টেস্ট পাঁচ দিন চললে সাকিবরা ছুটি পাবেন ৮ এপ্রিলের পর। টেস্টের পরের দিন এসেই তাঁদের পক্ষে আইপিএল খেলতে নেমে পড়া কঠিন হবে। অর্থাৎ নাইটদের ১৪ এপ্রিলের ম্যাচের আগে সাকিবদের পাওয়া সম্ভব হবে না।
🚨 | All the #KKR players are expected to join the team by 28th March except Bangladeshi duo Shakib Al Hasan and Litton Das as they have not received the NOC from BCB.
— KKR Karavan (@KkrKaravan) March 18, 2023
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BCB, Kkr, Shakib Al Hasan