বাংলাদেশ ক্রিকেটারদের ডবল বোনাসের দাবি – News18 Bangla

ঢাকা: বাংলাদেশ ক্রিকেটে নতুন ভোরের উদয়। ব্রিটিশ সিংহদের ইঁদুর বানিয়ে ছেড়েছে টাইগাররা। ঘরের মাঠে বাংলাদেশ সাদা বলের ক্রিকেটে হিসেব বদলে দিতে পারে জানা ছিল। তাই বলে একেবারে হোয়াইট ওয়াশ করবে বিপক্ষকে এতটা আশা হয়তো কেউ করেনি। ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস তৈরি করেই এবারবোনাস বাড়ানোর দাবি করলেন বাংলাদেশের ক্রিকেটাররাও।

ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ়ে হারানোর পর সতীর্থদের এই দাবির কথা বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনকে বলেছেন অধিনায়ক সাকিব। কোনও দেশের বিরুদ্ধে প্রথম বার সিরিজ় জিতলে জাতীয় দলের ক্রিকেটারদের বোনাস দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ২০ ওভারের ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে সেই বোনাসের অর্থ বাড়ানোর দাবি তুলেছেন সাকিবরা।

আরও পড়ুন – শরিফ শাসনের গুলির সামনেও সাহসী ইমরান! সামনে টিয়ার গ্যাসের খোল নিয়ে দুনিয়াকে দেখালেন

পাপন বলেছেন, কোনও দলের বিরুদ্ধে প্রথম বার ভাল ফল করলে আমরা ক্রিকেটারদের বোনাস দিয়ে থাকি। এটা নতুন কিছু নয়। ক্রিকেটাররাও জানে। সব দলের সঙ্গেই কোনও না কোনও সিরিজ় আমাদের জেতা হয়ে গিয়েছিল। বাকি ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ় জয়। বিশ্বচ্যাম্পিয়নদের চুনকাম করেছে ছেলেরা। তাই ওরা একটু বেশি বোনাস চেয়েছে। ওদের দাবি যুক্তিহীন নয়।

Published by:Rohan roychowdhury

First published:

Tags: Bangladesh Cricket, BCB



Source link

Read also  WPL 2023: ‘আমরা ১৫-২০ জন একসঙ্গে থাকতাম’, WPL শুরুর প্রাক্কালে স্মৃতি রোমন্থন এডুলজির