ফের চমক সৌরভ গঙ্গোপাধ্যায়ের, ত্রিপুরা পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হচ্ছেন বাংলার দাদা Sourav Ganguly is going to be the brand ambassador of Tripura Tourism sup – News18 Bangla
কলকাতা: ফের চমক দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলানোর পর আরও এক দায়িত্ব এবার সৌরভ কাঁধে। বিজেপি শাসিত বাংলার প্রতিবেশি রাজ্য ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন প্রাক্তন ভারত অধিনায়ক। মঙ্গলবার ত্রিপুরার পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী সৌরভের বাড়িতে এসে দেখা করেন। সেখানেই দাদার সঙ্গে এই বিষয়ে কথা বলেন ও প্রস্তাব দেন। সৌরভ সেই প্রস্তাবে সম্মতি দিয়েছেন বলে জানিয়েছেন ত্রিপুরার পর্যটন মন্ত্রী।
সূত্রের খবর, বেশ কিছু দিন আগেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে ত্রিপুরার পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল ত্রিপুরা সরকারে তরফে। তবে কোনও সিদ্ধান্তের কথা এত দিন জানাননি সৌরভ। এদিন ত্রিপুরার মন্ত্রী সৌরভবের সঙ্গে কথা বলার পরই বিষয়টি চূড়ান্ত হয়। ত্রিপুরার পর্যটনমন্ত্রী জানিয়েছেন, ব্র্যান্ড অ্যাম্বাসাডার হওয়ার বিষয়ে সৌরভের সঙ্গে কথা হয়েছে। আগামী মাসেই এই কাজ শুরু হয়ে যাবে। সবটা চূড়ান্ত হলেই সৌরভ আগরতলা যাবেন। সেখানে থেকেই শ্যুটিং করবেন তিনি।
আরও পড়ুনঃ রিঙ্কুর প্রেমে আফগান সুন্দরী! ছুটে এলেন প্রায় আড়াই হাজার কিলোমিটার অতিক্রম করে
কয়েক দিনের মধ্যেই সৌরভের লন্ডনে যাওয়ার কথা রয়েছে। সেখান থেকে ফিরে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানা গিয়েছে। তারপরই ত্রিপুরা যাবেন সৌরভ। প্রসঙ্গত, ত্রিপুরা ও বাংলার নিবিড় যোগ রয়েছে। ত্রিপুরায় ঊনোকোটি, তৃষ্ণা অভয়ারণ্য, ছবিমুড়া, ডম্বুর লেক, রাজবাড়ি সহ আরও একাধিক পর্যটন স্থল রয়েছে। বাংলার ভ্রমণপিপাসুদের টানতে ও ত্রিপুরার পর্যটন ব্যবসার মান উন্নয়নের জন্যই বাংলার দাদাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নির্বাচিত করেছে ত্রিপুরা সরকার।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Sourav Ganguly, Tourism, Tripura