ফর্মে ফিরবেন ওয়ার্নার! WTC ফাইনাল ও অ্যাসেজের আগেই হুঁশিয়ারি অজি কোচের
আগামী মাসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া। তার পরই ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাশেজ খেলবেন ডেভিড ওয়ার্নাররা। যদিও অ্যাসেজের আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে হবে অজিদের। অবশ্য সেই টুর্নামেন্টে নামার আগে অ্যাসেজ নিয়ে ভাবনা-চিন্তা শুরু করে দিয়েছেন তারা। তবে এই মুহূর্তে টেস্টে মোটেই ফর্মে নেই ওয়ার্নার। যা আরও ঘুম কেড়েছে অজি শিবিরের। তবে অস্ট্রেলিয়ার কোচ মনে করেন ডেভিড খুব তাড়াতাড়ি নিজের পুরনো ফর্ম ফিরে পাবেন।
ডেভিড ওয়ার্নার সম্প্রীতি ভারতের বিরুদ্ধে টেস্ট খেলেন। সেখানে তিনি খুব একটা ভালো ফর্মে ছিলেন না। খুব চ্যালেঞ্জিং সময় কাটিয়েছেন তিনি। অ্যাসেজে তাঁকে রাখা যাবে কিনা সে বিষয়ে বেশ চিন্তিত ছিলেন অস্ট্রেলিয়ার নির্বাচকরা। তবে আইপিএলের দিল্লি ক্যাপিটালসের হয়ে ভালো পারফরম্যানন্স করেছেন ওয়ার্নার। অস্ট্রেলিয়ার শিবির আশাবাদী যে ডেভিড ওয়ার্নার ফের অসাধারণ পারফরম্যান্স করতে পারবেন।
অজি বাহিনীর প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড অবশ্য পূর্ণ সমর্থন করছেন। তিনি আশাবাদী আসন্ন অ্যাসেজে অস্ট্রেলিয়ার জন্য গুরুত্বপূর্ণ ক্রিকেটার হয়ে উঠবেন ডেভিড। সম্প্রতি অস্ট্রেলিয়া প্রধান কোচ ম্যাকডোনাল্ড মেলবোর্নে অস্ট্রেলিয়ান রেডিও স্টেশন এসইএনকে বলেন, ‘আমরা মনে করি ওয়ার্নারের এখনও অনেক খেলা বাকি আছে। আমরা ওকে আমাদের স্কোয়াডে জায়গা দিয়েছি। আশা করছি অস্ট্রেলিয়ার হয়ে অ্যাসেজ এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে গুরুত্বপূর্ণ অবদান রাখবে ও।’ অস্ট্রেলিয়ার নির্বাচকরা আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে জায়গা দিয়েছেন ডেভিড ওয়ার্নারকে।
এর সঙ্গে অস্ট্রেলিয়ার নির্বাচকরা মার্কাস হ্যারিস এবং ম্যাট রেনশোকেও প্রাথমিক দলে জায়গা দিয়েছেন। এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তারা ওপেনিং জুটির জন্য বিকল্প রাস্তা তৈরি করে রাখছেন। ফলে ক্রিকেটারদের নিজেদের মধ্যে প্রতিযোগিতাও বেড়ে যাবে। ডেভিড ওয়ার্নার সঙ্গে ওপেন করতে কাকে দেখা যাবে, তা পুরোপুরি ছেড়ে দেওয়া হয়েছে টিম ম্যানেজমেন্টের উপর। ক্রিকেটারদের পারফরম্যান্স এবং প্রতি ম্যাচে তাদের ব্যক্তিগত পরিবর্তনকে কেন্দ্র করে মূল একাদশে জায়গা দেওয়া হবে।
এই বিষয়ে অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেন, ‘ও এই দলের গুরুত্বপূর্ণ অংশ। যদি তা না হতো তাহলে আমরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পর অ্যাসেজের কথা ভাবতাম। কিন্তু ব্যাপারটা তেমন নয়। অ্যাসেজের প্রথম দুটি টেস্টের জন্য আমরা দল ঘোষণা করেছি। পরিষ্কারভাবে ও আমাদের পরিকল্পনাতে রয়েছে।’
গত বছরের শেষের দিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০০ রানের পর ব্যাটে রান নেই ডেভিডের। সম্প্রতি ভারতের বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফির টেস্ট সিরিজে তিনটি ইনিংসে করেছেন মাত্র ২৬ রান। তারপরেই চোট আঘাতের সমস্যায় নিয়ে দেশে ফিরে যান তিনি। এখন দেখার আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং অ্যাসেজে কেমন পারফরম্যান্স করেন তিনি।