পুলে নেমেও হাতে সেই ক্রাচ! ঋষভ পন্থের এই ভিডিও দেখে চোখে জল আসতে পারে

নয়াদিল্লি: গাড়ি দুর্ঘটনার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে ভারতের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। তবে তাঁর স্বাস্থ্যের ক্রমাগত উন্নতি হচ্ছে।

আসন্ন আইপিএলে খেলবেন না তিনি। তাঁর মাঠে ফিরে আসতে আরও পাঁচ থেকে ছয় মাস সময় লাগতে পারে। তবে ফিটনেস নিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় ভক্তদের আপডেট দিতে থাকেন। তিনি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন এবার।

ক্রাচ-এর সাহায্যে পুলে হাঁটছেন পান্থ। এই মুহূর্তে তাঁর হাঁটার জন্য ক্রাচ প্রয়োজন। ভিডিওটি শেয়ার করার সময় তিনি ক্যাপশনে লিখেছেন, “ছোট জিনিস, বড় জিনিস এবং এর মাঝামাঝি সব কিছুর জন্য কৃতজ্ঞ।”

আরও পড়ুন- ঠিক যেন নিজের দাদা! দিল্লির অনুশীলনে ক্রিকেটারদের ‘বড়দা’ হয়ে শেখাচ্ছেন সৌরভ

পন্থের এই ভিডিও ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীও লাইক করেছেন। কমেন্টে তিনি লিখেছেন, ‘কিপ ইট আপ পন্থ।’ একই সঙ্গে তাঁরর স্বাস্থ্যের উন্নতিতে খুবই খুশি ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। কমেন্টে ‘ক্ল্যাপ’ ইমোজি শেয়ার করেছেন তিনি।

পন্থ সম্প্রতি দুটি পোস্টের মাধ্যমে বলার চেষ্টা করেছেন, তাঁর মনে কী চলছে! ইনস্টাগ্রামের স্টোরিতে দাবা খেলার ছবি শেয়ার করেছিলেন তিনি। তিনি দাবা খেলতে খুব পছন্দ করেন।

দাবা খেলার মতো ক্রিকেট মাঠেও তিনি তাৎক্ষণিকভাবে সবকিছু বদলে দিতে পারদর্শী। ভক্তদের উদ্দেশে প্রশ্নও করেছেন তিনি। ছবি শেয়ার করে পন্থ লিখেছেন- “কেউ কি অনুমান করতে পারেন কে খেলছে?”

এর পর পন্থ তাঁর দ্বিতীয় ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছোট ভিডিও শেয়ার করেছেন। এই ভিডিওতে তিনি ছাদে বসে ছিলেন। ঝড়ের মাঝে ছাদে বসে ছিলেন তিনি।

Published by:Suman Majumder

First published:

Read also  থালাইভার আশীর্বাদ নিয়েই ভারতীয় দলে ফিরছেন সঞ্জু – News18 Bangla

Tags: Rishabh Pant



Source link