পাঠান নবীনের পেসে চাপে মুম্বই ইন্ডিয়ান্স, কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিল লখনউ – News18 Bangla

মুম্বই ইন্ডিয়ান্স – ১৮২/৮

চেন্নাই: যারা চ্যাম্পিয়ন দল হয় তারা টুর্নামেন্ট যত এগোয় তত ভয়ঙ্কর হয়ে ওঠে। মুম্বই ইন্ডিয়ান্স এরকম একটি দল। চিপকে আইপিএল ২০২৩-এর এলিমিনেটরে সম্মুখসমরে লখনউ ও মুম্বই। যারা জিতবে, দ্বিতীয় কোয়ালিফায়ারে গুজরাতের বিরুদ্ধে মাঠে নামার সুযোগ পেয়ে যাবে। তবে যারা হারবে, তাদের আইপিএল অভিযান শেষ হয়ে যাবে এবারের মতো। এটা জানা অঙ্ক ছিল। তাই দেখার ছিল কতটা মরিয়া হতে পারে দুটো দল।

টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় মুম্বই। নবীন উল হকের বলে আয়ুষ বাদোনির হাতে ধরা পড়েন রোহিত শর্মা। ১০ বলে ১১ রান করেন হিটম্যান। যশ ঠাকুরের বলে নিকোলাস পুরানের দস্তানায় ধরা পড়েন ইশান কিষাণ। ১২ বলে ১৫ রান করেন তিনি। এরপর সূর্য কুমার যাদব (৩৩) এবং গ্রিন ( ৪১) দুজনে একটা পার্টনারশিপ তৈরি করলেন। কিন্তু ১১ নম্বর ওভারে নবীন উল হক দুটো দুর্দান্ত বলে ফিরিয়ে দিলেন দুজনকেই।

Published by:Rohan roychowdhury

First published:

Tags: LSG, Mumbai Indians



Source link

Read also  বার্সেলোনায় ফিরতে রাজি মেসি, রয়েছে ছোট্ট একটি শর্ত! – News18 Bangla