পাকিস্তানে ভারতের যাওয়াটাই বিপদ বলছেন ভাজ্জি – News18 Bangla

মুম্বই: অতীতে পাকিস্তানের মাটিতে তিনি নিজে খেলে এসেছেন। অনেক মনে রাখার মত স্মৃতি আছে ওই দেশে। পাকিস্তানের মানুষের থেকে ভালবাসা পেয়েছেন অনেক। বহুবার এ কথা স্বীকার করেছেন হরভজন সিং। কিন্তু এই মুহূর্তে পাকিস্তানের যা অবস্থা তাতে ভারতীয় ক্রিকেট দলের পক্ষে সে দেশে যাওয়া একেবারেই অনুচিত হবে বলে মনে করেন ভাজ্জি।

পাক বোর্ডের তরফে হুমকিও দেওয়া হয়েছে, চলতি বছর এশিয়া কাপ খেলতে ভারত পাকিস্তানে না এলে, তারাও বিশ্বকাপ খেলতে ভারত যাবে না। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট জয় শাহ স্বয়ং নিরপেক্ষ দেশে টুর্নামেন্ট করার কথা বলেছেন। তারপর আরও ক্ষেপে গেছে পিসিবি। এই ইস্যুতে এবার মুখ খুললেন হরভজন সিং।

স্পষ্টই বলে দিলেন, পাকিস্তানে খেলতে যাওয়াই উচিত নয় ভারতের। হরভজনের কথায়, পাকিস্তানে যাওয়াই উচিত নয় খেলতে। ওখানকার নাগরিকরাই সুরক্ষিত নয়। সেখানে ভারতীয় ক্রিকেটাররা কেন যাবে?‌ ভারত সরকার একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে। ক্রিকেটারদের নিরাপত্তা আগে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতকে নিয়ে আশাবাদী ভাজ্জি।

Published by:Rohan roychowdhury

First published:

Tags: Harbhajan Singh, IND vs PAK, PCB



Source link

Read also  Fifa World Cup 2022: কাতার‌ বিশ্বকাপের দল ঘোষণা করল ফ্রান্স, নেই পোগবা ও কান্তে