পাকিস্তানে ভারতের যাওয়াটাই বিপদ বলছেন ভাজ্জি – News18 Bangla
মুম্বই: অতীতে পাকিস্তানের মাটিতে তিনি নিজে খেলে এসেছেন। অনেক মনে রাখার মত স্মৃতি আছে ওই দেশে। পাকিস্তানের মানুষের থেকে ভালবাসা পেয়েছেন অনেক। বহুবার এ কথা স্বীকার করেছেন হরভজন সিং। কিন্তু এই মুহূর্তে পাকিস্তানের যা অবস্থা তাতে ভারতীয় ক্রিকেট দলের পক্ষে সে দেশে যাওয়া একেবারেই অনুচিত হবে বলে মনে করেন ভাজ্জি।
পাক বোর্ডের তরফে হুমকিও দেওয়া হয়েছে, চলতি বছর এশিয়া কাপ খেলতে ভারত পাকিস্তানে না এলে, তারাও বিশ্বকাপ খেলতে ভারত যাবে না। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট জয় শাহ স্বয়ং নিরপেক্ষ দেশে টুর্নামেন্ট করার কথা বলেছেন। তারপর আরও ক্ষেপে গেছে পিসিবি। এই ইস্যুতে এবার মুখ খুললেন হরভজন সিং।
স্পষ্টই বলে দিলেন, পাকিস্তানে খেলতে যাওয়াই উচিত নয় ভারতের। হরভজনের কথায়, পাকিস্তানে যাওয়াই উচিত নয় খেলতে। ওখানকার নাগরিকরাই সুরক্ষিত নয়। সেখানে ভারতীয় ক্রিকেটাররা কেন যাবে? ভারত সরকার একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে। ক্রিকেটারদের নিরাপত্তা আগে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতকে নিয়ে আশাবাদী ভাজ্জি।
Times Network’s @karishmasingh22 speaks to @harbhajan_singh on India-Pakistan cricket ties.
He says “Even Imran Khan is unsafe in Pakistan; will play in neutral venue, won’t take chance on our safety”#India #Pakistan #ImranKhan #cricket pic.twitter.com/SGdpnPSszO
— Mirror Now (@MirrorNow) March 17, 2023
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Harbhajan Singh, IND vs PAK, PCB