পন্থকে লড়াইয়ের মন্ত্র দিয়ে এলেন যুবরাজ – News18 Bangla
দিল্লি: হঠাৎ করেই ঋষভ পন্থকে দেখতে হাজির হয়ে গেলেন যুবরাজ সিং। সম্ভবত দিল্লিতে ঋষভকে তার বাড়িতে গিয়ে দেখে এলেন যুবি। সেই ছবি সোশ্যাল মিডিয়া শেয়ার করেছেন যুবরাজ। ক্যাপশন লিখেছেন, হাঁটি হাঁটি পা পা করে এভাবেই এগোতে হবে। প্রতিদিন একটা লড়াই। দিনের শেষে এই চ্যাম্পিয়ন জিতবে। ঋষভ মনের খুশিতে হাসছে। ও ঘুরে দাঁড়াবেই। যন্ত্রণার মধ্যেও হাসতে জানে। ঈশ্বর তোমায় আরও শক্তি দিক।
উল্লেখ্য গাড়ি দুর্ঘটনার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে ভারতের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। তবে তাঁর স্বাস্থ্যের ক্রমাগত উন্নতি হচ্ছে। আসন্ন আইপিএলে খেলবেন না তিনি। তাঁর মাঠে ফিরে আসতে আরও পাঁচ থেকে ছয় মাস সময় লাগতে পারে। তবে ফিটনেস নিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় ভক্তদের আপডেট দিতে থাকেন।
On to baby steps !!! This champion is going to rise again 🔜 .was good catching up and having a laugh 😅what a guy positive and funny always !! More power to you 🤛 💫 @RishabhPant17 pic.twitter.com/OKv487GrRC
— Yuvraj Singh (@YUVSTRONG12) March 16, 2023
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Rishabh Pant, Yuvraj Singh