পন্থকে লড়াইয়ের মন্ত্র দিয়ে এলেন যুবরাজ – News18 Bangla

দিল্লি: হঠাৎ করেই ঋষভ পন্থকে দেখতে হাজির হয়ে গেলেন যুবরাজ সিং। সম্ভবত দিল্লিতে ঋষভকে তার বাড়িতে গিয়ে দেখে এলেন যুবি। সেই ছবি সোশ্যাল মিডিয়া শেয়ার করেছেন যুবরাজ। ক্যাপশন লিখেছেন, হাঁটি হাঁটি পা পা করে এভাবেই এগোতে হবে। প্রতিদিন একটা লড়াই। দিনের শেষে এই চ্যাম্পিয়ন জিতবে। ঋষভ মনের খুশিতে হাসছে। ও ঘুরে দাঁড়াবেই। যন্ত্রণার মধ্যেও হাসতে জানে। ঈশ্বর তোমায় আরও শক্তি দিক।

উল্লেখ্য গাড়ি দুর্ঘটনার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে ভারতের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। তবে তাঁর স্বাস্থ্যের ক্রমাগত উন্নতি হচ্ছে। আসন্ন আইপিএলে খেলবেন না তিনি। তাঁর মাঠে ফিরে আসতে আরও পাঁচ থেকে ছয় মাস সময় লাগতে পারে। তবে ফিটনেস নিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় ভক্তদের আপডেট দিতে থাকেন।

Published by:Rohan roychowdhury

First published:

Tags: Rishabh Pant, Yuvraj Singh



Source link

Read also  Dimitri Petratos confident of putting on improved performance for ATK Mohun Bagan in ISL – News18 Bangla