ধোনি আর ফাইনালের মাঝে দাঁড়িয়ে শুভমন গিল – News18 Bangla

চেন্নাই: এই মুহূর্তে জীবনের সেরা ছন্দে আছেন শুভমন গিল। মাঠে নামলেই দুর্দান্ত সব ইনিংস খেলছেন। তাকে আউট করার রেসিপি খুজে পাচ্ছেন না বিপক্ষ অধিনায়ক থেকে বোলাররা। আজ চেন্নাইয়ের মাঠে গুজরাতের শুভমন গিলকে থামানো সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে মহেন্দ্র সিং ধোনির কাছে।
শুভমন অবশ্য তা নিয়ে মাথা ঘামাচ্ছেন না। বরং তাঁর চোখ এখন প্লে-অফের লড়াইয়ে।

মঙ্গলবার চিপকে প্রথম কোয়ালিফায়ারে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামবে গুজরাত। সেই প্রসঙ্গে গিল বলেছেন, এই পিচে সফল হওয়ার মতো দুর্দান্ত বোলিং আক্রমণ রয়েছে আমাদের। তাই উত্তেজক ম্যাচ হতে চলেছে। চেন্নাইয়ের মাঠে সিএসকের বিরুদ্ধে খেলা এমনিতেই কঠিন পরীক্ষা। তবুও আশা করছি, টানা দ্বিতীয়বারের জন্য ফাইনালে উঠতে পারব আমরা।

রবিবার ৫২ বলে ১০৪ রানের অনবদ্য ইনিংস উপহার দিয়েছেন গিল। এবারের আসরে এখনও পর্যন্ত তাঁর রান ৬৮০। শীর্ষে থাকা ফাফ ডু’প্লেসির (৭৩০) থেকে মাত্র ৫০ রান পিছনে। গিলের কথায়, নিজের খেলাটা খুব ভাল করে জানি। প্রত্যেক ক্রিকেটারেরই এই ধারণা থাকা দরকার। ইনিংসের গোড়ায় নতুন বল থেমে থেমে আসছিল। আবার শিশিরের জন্য পরের দিকে ভিজেও যাচ্ছিল।

Published by:Rohan roychowdhury

First published:

Tags: CSK, Gujarat titans, Shubhman Gill



Source link

Read also  IPL 2023: শুধু-শুধু একগুঁয়েমি, আদতে কিস্যু লাভ হয়নি DC-র, পন্টিংকে তুলোধোনা গাভাসকারের