ধোনির মগজাস্ত্র এবং স্পিনারদের ঘূর্ণিতে গুজরাতকে হারিয়ে ফাইনালে চেন্নাই এক্সপ্রেস! – News18 Bangla

চেন্নাই: রান তাড়া করতে নেমে প্রথম ১০ ওভারে গুজরাটের সংগ্রহ ছিল ৭২/২ । সাহা (১২), অধিনায়ক হার্দিক পান্ডিয়া (৮), শনকা (১৬) ফিরে গেলেন। শুভমন গিল এবং ডেভিড মিলার কতটা লড়াই করতে পারেন তার ওপর নির্ভর করছিল গুজরাতের ভাগ্য। মিলার ব্যর্থ। ফিরলেন ৪ করে। গিল (৪২) চাপে পড়ে রান বাড়াতে গিয়ে আউট হলেন। রাহুল তেওয়াটয়া (৩) বোল্ড হয়ে গেলেন থিকসানার বলে। থিকসানা এবং রবীন্দ্র জাদেজা দুই স্পিনার দুরন্ত বল করলেন।

মূলত এই দুজনের চাপের কাছেই নতি স্বীকার করল গুজরাতের ব্যাটিং লাইন আপ। আজ যেন মহেন্দ্র সিং ধোনির ফিল্ডিং সাজানোর কাছে ধরা পড়ল গুজরাত। কোথায় কোন বোলারের সময় কাকে রাখতে হবে সেটা নিখুঁতভাবে দেখালেন মাহি। ম্যাচটা যে চেন্নাই জিতবে সেটা পরিষ্কার হয়ে গিয়েছিল ১৩ ওভারের মাথায়। কিন্তু রশিদ খান এবং বিজয় শংকর হঠাৎ করেই পাল্টা আক্রমণ তৈরি করেন। কিছুটা আশার আলো দেখা যায় গুজরাত শিবিরে। শংকর ফিরে গেলেন ১৪ করে। দারুণ ক্যাচ নিলেন ঋতুরাজ।

Published by:Rohan roychowdhury

First published:

Tags: CSK, Gujarat titans



Source link

Read also  IPL 2023: থামল না বৃষ্টি, হল না টস, আইপিএল ফাইনাল ম্যাচ পিছল আগামীকাল