দ্বিতীয় লেগে গুজরাটের বদলার ম্যাচ, মুম্বইয়ের বিরুদ্ধে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত WPL 2023 Mumbai Indians vs Gujarat Giants Sneh Rana won toss decided to bowl first sup – News18 Bangla

মুম্বই: উইমেন্স প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগের খেলায় মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও গুজরাট জায়ান্টস। একদিকে টেবিল টপার মুম্বই ইন্ডিয়ান্স। ৪টির মধ্যে ৪টি ম্যাচেই জিতেছে হরমনপ্রীত কউরের দল। প্রথম লেগে ১৪৩ রানের রেকর্ড ব্যবধানে গুজরাটকে হারেয়িছিল মুম্বই। অপরদিকে, ৪টি ম্যাচের মধ্যে একটিতে জিতে লিগ টেবিলের চতুর্থ স্থানে রয়েছে গুজরাট জায়ান্টস। আজকের ম্যাচ যেমন গুডজরাটের কাছে বদলার, তেমন প্লে অফে যাওয়ার আশা টিকিয়ে রাখতে গেলে জয় দরকার স্নেহ রানার দলের।

গুরুত্বপূর্ণ ম্যাচে টস ভাগ্য সাথ দিয়েছে গুজরাট জায়ান্টস অধিনায়ক স্নেহ রানার। মুম্বইয়ের মত শক্তিশালী ব্যাটিং লাইনের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে স্নেহ রানা। প্রতিপক্ষকে কম রানের মধ্যে আটকে রাখার চেষ্টা করে সেই মত রান তাড়া করার রণনীতির সাজাতেই এই সিদ্ধান্ত গুজরাট অধিনায়কের। এছাড়া রাতের দিকে শিশির সমস্যার সুবিধা নেওয়াটাও অন্যতম কারণ হতে পারে। তবে উইমেন্স প্রিমিয়ার লিগে শিশির সমস্যা এখনও পর্যন্ত খুব বেশি মাথা ব্যথার কারণ হয়নি।

Published by:Sudip Paul

First published:

Tags: Mumbai Indians, Wpl 2023



Source link

Read also  বজায় থাকবে মুম্বইয়ের বিজয় রথ, না চমক দেবে ইউপি, টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত হেলির WPL 2023 Mumbai Indians vs UP Warriorz Alyssa Healy won toss decided to bat first sup – News18 Bangla