দলে নেই রোহিত-শ্রেয়স, থাকতে পারে আরও চমক, অজিদের বিরুদ্ধে প্রথম ওডিআইতে কেমন হতে পারে ভারতের একাদশ India vs Australia 2023 Probable playing 11 of Team India against Australia in 1st ODI at Wankhede Stadium sup – News18 Bangla
শুক্রবার থেকে শুরু হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়ার একদিনের সিরিজ। ৩ ম্যাচের সিরিজে মুখোমুখি হবে দুই দল। প্রথম ম্যাচ থেকে ছুটি নিয়েছেন রোহিত শর্মা। সেই জায়গায় দলকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। চোটের কারণে দলের বাইরে শ্রেয়স আইয়রও। ফলে প্রথম ম্যাচে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ কেমন হবে তা নিয়ে রয়েছে জল্পনা।