টেস্টের পর ওডিআই-তেও ধামাকাদার কামব্যাক, জাদেজার বিকল্প খোঁজা সত্যিই মুশকিল
মুম্বই: চোটের কারণে দীর্ঘ ৫ মাসের বেশি সময় ক্রিকেটের বাইরে ছিলেন রবীন্দ্র জাদেজা। চোট সারিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে দলে কামব্যাক করেন জাড্ডু। ফিরেই প্রথম দুটি টেস্টে ম্যান অফ দ্যা ম্যাচ হওয়ার পাশাপাশি রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে যুগ্ম সিরিজ সেরাও নির্বাচিত হন জাদেজা। বুঝিয়ে দেন ভারতীয় দলে কতটা অপরিহার্য তিনি। আর এবার একদিনের ক্রিকেটেও কামব্যাকটাও স্মরণীয় করে রাখলেন ম্যাচের সেরা হয়ে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে অলরাউন্ড পারফরম্যান্স করলেন জাড্ডু।
২০২২ সালের জুলাই মাসে ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ এক দিনের ম্যাচ খেলেছিলেন রবীন্দ্র জাদেজা। আট মাস পর একদিনের ক্রিকেটে নেমে মানিয়ে নেওয়াটাই প্রধান লক্ষ্য ছিল। কিন্তু জাদেজা মানিয়ে নেওয়া যে আর পাঁচটা প্লেয়ারের মানিয়ে নেওয়ার থেকে আলাদা তা তাঁর অলরাউন্ড পারফরম্যান্সই প্রমাণ করে দিচ্ছে। অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের সময় যখন মিচেল মার্শ বিধ্বংসী ব্যাটিং করছেন, কোনও ভারতী। বোলার অজি তারকাকে আউট করতে পারছেন না, তখ জাদেজের স্পিনেক ভেলকিতেই সাজঘরে ফেরেন মার্শ। এছাড়াও গ্লেন ম্যাক্সওয়েলের গুরুত্বপূর্ণ উইকেট নেন জাড্ডু। শুধু বোলিং নয় মাঠে ফিল্ডিংয়েও বরাবরের মত নজর কাড়েন রবীন্দ্র জাদেজা। ওয়াংখেড়ের দ্রুত গতির আউট ফিল্ডে বল তাড়া করে সেভ করা থেকে সেট হতে চলা মার্নাস লাবুশানের অবিশ্বাস্য ক্যাচ ধরা, নিজের সেরাটা উজার করে দেন জাড্ডু।
1⃣ Brilliant catch
2⃣ Wickets
4⃣5⃣* Runs
For his superb all-round performance, @imjadeja bags the Player of the Match award as #TeamIndia beat Australia in the first #INDvAUS ODI 🙌 🙌
Scorecard ▶️ https://t.co/BAvv2E8K6h @mastercardindia pic.twitter.com/xaPDmpRX0p
— BCCI (@BCCI) March 17, 2023
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: India vs Australia, Injury, ODI, Ravindra Jadeja, Wankhede Stadium