জিয়াগঞ্জে প্রিয় জায়গায় বসে অরিজিৎ সিং! পাশে বাংলার ক্যাপ্টেন, যেন লাখ টাকার ছবি!

জিয়াগঞ্জ: সেরা হলেই কি সব সময় দেখনদারি থাকতে হবে! সোশ্যাল মিডিয়ার বাজারে এখন দেখনদারিতেই বাজিমাৎ! যে যেমনভাবে পারছে আকর্ষণীয় হওয়ার চেষ্টা করছে। এমন মহাজাকজমকের সময়ে তিনি একা দাঁড়িয়ে উদাহরণের মতো। তিনি অরিজিৎ সিং।

সাফল্য যাঁর পায়ের তলায় লুটিয়ে পড়েছে। তবে সেই সাফল্যকে তিনি মাথায় উঠতে দেননি। তিনি সদর্পে জানিয়ে রেখেছেন যেন, যেমন ছিলাম, তেমনই আছি, তেমনটাই থাকব। প্রিয় জিয়াগঞ্জ, পাশে প্রিয়জন, সাধারণ জীবন-যাপন। এতেই তিনি স্বভাব বেঁধে ফেলেছেন।

আরও পড়ুন- পুলে নেমেও হাতে সেই ক্রাচ! ঋষভ পন্থের এই ভিডিও দেখে চোখে জল আসতে পারে

প্রিয় জায়গায় থাকলে তিনি সব থেকে ভাল থাকেন যেন! অরিজিৎ সিং এখন জিয়াগঞ্জেই। কিছুদিন আগে দোলের সময় তাঁর একটি ছবি ভাইরাল হয়েছিল। পেছনে এক বন্ধুকে বসিয়ে রং মেখে তিনি অলিগলি ঘুরে বেড়াচ্ছেন। ঠিক যেন পাড়ার ছেলে! সেই অরিজিৎ সিংয়ের আবারও একটি ছবি ভাইরাল হওয়ার মুহূর্তে দাঁড়িয়ে।

এবারের ছবিতে অরিজিৎ স্বভাবসিদ্ধ সাধারণ ভঙ্গিতে বসে। গায়ে হালকা সবুজ রঙের কুর্তা। যেখানে তিনি বসে রয়েছেন সেটা নদীর পাড়। পাশ দিয়ে চলে গিয়েছে মেঠো পথ, আশেপাশে গাছগাছালি। আর তাঁর পাশেবিশ বসে রয়েছে বাংলা ক্রিকেট দলের অধিনায়ক ও রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি।

মনোজই জানালেন, যে জায়গায় অরিজিৎ সিং বসে রয়েছেন সেটা কিংবদন্তি গায়কের প্রিয় জায়গা। সেখানেই কোনও কারণ মনোজের সঙ্গে দেখা অরিজিৎ সিংয়ের। মনোজ তাঁর সাধারণ থাকার কৌশলে মুগ্ধ। আর সেটা তিনি লিখলেন এই ছবির ক্যাপশনে।

Tags: Arijit Singh, Manoj Tiwary



Source link