জিমে ঘাম ঝরাচ্ছেন শ্রেয়স, তবে কি ফিট হয়ে উঠেছেন? পাওয়া গেল বড় আপডেট

ভারতীয় মিডল-অর্ডার ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার চোটের কারণে ইতিমধ্যেই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ফাইনাল থেকে ছিটকে গিয়েছেন। যে ফাইনাল ৭ জুন থেকে লন্ডনের ওভালে শুরু হবে। মুখোমুখি হতে চলেছে ভারত ও অস্ট্রেলিয়া। তবে সম্প্রতি শ্রেয়স আইয়ার যে ছবি শেয়ার করেছেন, তাতে দেখা গিয়েছে, তিনি অস্ত্রোপচারের পর রিহ্যাব শুরু করে দিয়েছেন

২৫ মে বৃহস্পতিবার ইনস্টাগ্রাম স্টোরিতে শ্রেয়স আইয়ার কয়েকটি পোস্ট করেছেন। তাতে তাঁকে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) জিমে ঘাম ঝরাতে দেখা গিয়েছে। কলাকাতা নাইট রাইডার্সও তাদের অধিনায়কের ছবি শেয়ার করেছে।

গত বছর বাংলাদেশ সফরের পরেই পিঠের চোট ধরা পড়েছিল ২৮ বছরের ডানহাতি ব্যাটারের। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ এবং বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্ট খেলতে পারেননি শ্রেয়স। শেষ তিন টেস্টের জন্য ফিরে এলেও চতুর্থ টেস্টের শেষ দিন ব্যাট করতে পারেননি তিনি। পিঠের চোট আবার তাঁকে ভোগাতে শুরু করে।

আরও পড়ুন: বিশেষজ্ঞদের 2023 IPL-এর একাদশে নেই কোহলি-রোহিত-জাদেজারা, নাম নেই KKR-এর এক জনেরও

এর পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ খেলতে পারেননি। এমন কী গোটা আইপিএল থেকেই ছিটকে যান শ্রেয়স আইয়ার। অধিনায়ককে হারিয়ে পুরো মরশুম ভুগেছে কলকাতা নাইট রাইডার্স। মিডল অর্ডারে একজন নির্ভরযোগ্য ব্যাটারের অভাব অনুভূত হয়েছে প্রবল ভাবে। সেই সঙ্গে আইয়ারের পরিবর্তে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া নীতীশ রানার সিদ্ধান্ত বারবার প্রশ্নের মুখে পড়েছে। এবং নীতীশের অভিজ্ঞতার অভাবের জন্যও ডুূবেছে কেকেআর।

গত মাসে অস্ত্রোপচারের পর বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে আপাতত শ্রেয়স রিহ্যাব করছেন। তাঁর প্রত্যাবর্তনের বিষয়ে কোনও নির্দিষ্ট সময়সীমার কথা বলা হয়নি। তিনি বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) মেডিকেল টিম এবং এনসিএ-এর তত্ত্বাবধানে থাকবেন, যত দিন না পুরো সুস্থ হচ্ছেন। তবে এই বছরের শেষের দিকে অনুষ্ঠিত ২০২৩ এশিয়া কাপ এবং ওডিআই বিশ্বকাপে ফিরে পেতে মরিয়া টিম ইন্ডিয়া।

Read also  গ্রুপ থেকেই ছিটকে যাবে সিএসকে! ট্রফি উঠবে না ধোনির হাতে! আশঙ্কায় চেন্নাই ফ্যানেরা MS Dhoni led Chennai Super Kings may fail to qualify for IPL 2023 playoffs if they lost last group match against Delhi Capitals sup – News18 Bangla

আরও পড়ুন: মেজর লিগে নাইট রাইডার্সের বড় অঙ্কের টোপ, ECB-র চুক্তি থেকে বের হতে চলেছেন জেসন রয়

শ্রেয়স আইয়ার সম্পর্কে বিসিসিআই শেষ বার ১৫ এপ্রিল আপডেট দিয়েছিল। তাতে বলা হয়েছিল, ‘সামনের সপ্তাহে পিঠের নীচের সমস্যার জন্য অস্ত্রোপচার করা হবে শ্রেয়স আইয়ারের। তিনি দুই সপ্তাহ চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকবেন এবং তার পর রিহ্যাবের জন্য এনসিএ-তে যোগ দেবেন।’

এ দিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য টিম ইন্ডিয়া স্কোয়াডে শ্রেয়স আইয়ারের পরিবর্তে সিনিয়র ব্যাটসম্যান অজিঙ্কা রাহানেকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০২১ সালেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল ভারত। কিন্তু সে বার বিরাট কোহলির নেতৃত্বে নিউজিল্যান্ডের কাছে আট উইকেটে হেরে যায় টিম ইন্ডিয়া। এ বারা তারা টানা দ্বিতীয় বার ফাইনালে উঠল। রোহিত শর্মার নেতৃত্বে শিরোপা জিততে পারে কিনা, সেটাই দেখার!

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে জন্য ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, কেএস ভারত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট, ইশান কিষাণ (উইকেটরক্ষক)।

স্ট্যান্ডবাই খেলোয়াড়: রুতুরাজ গায়কোয়াড়, মুকেশ কুমার, সূর্যকুমার যাদব।

Source link