চেন্নাই চ্যাম্পিয়ন হলেই অবসর নেবেন ধোনি? গুজরাতকে হারিয়ে কোটি টাকার প্রশ্নের জবাব – News18 Bangla

চেন্নাই: মহেন্দ্র সিং ধোনির চেন্নাই এক্সপ্রেস এই নিয়ে সর্বোচ্চ ১০ বার আইপিএল ফাইনালে উঠল। পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স দলেরও এমন কৃতিত্ব নেই। ধোনির এটা সম্ভবত শেষ আইপিএল এমনটাই মনে করা হচ্ছে। তাই ভারতের ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়কের দর্শন পেতে সব মাঠ ভরে যাচ্ছে। কলকাতা থেকে মুম্বই, বেঙ্গালুরু থেকে হায়দারাবাদ – মাহির নামে স্লোগান এবং জার্সির অভাব হচ্ছে না।

তিনি যেখানে যাচ্ছেন মানুষ তাকে হারাতে চাইছে না। কিন্তু আবেগের বাইরে ও মহেন্দ্র সিং ধোনি নিজের কাজটা আবার সফলভাবে করে দেখালেন সেটা বলার অপেক্ষা রাখে না। যেভাবে ক্রিকেটারদের শেখাচ্ছেন এবং মোটিভেট করছেন এক কথায় অসাধারণ। শেষ বেলার ক্রিকেট জ্ঞান দিয়ে যাচ্ছেন। কঠিন পরিশ্রমের ফল। দুমাস ধরে প্রত্যেকের পরিশ্রম করেছে বলেই আমরা ফাইনালে আছি। টস হেরে আমাদের হয়তো ভালই হয়েছে আজকে।

Published by:Rohan roychowdhury

First published:

Tags: CSK, M.S Dhoni



Source link

Read also  Suryakumar Yadav Reveals Who Gave Him SKY Nickname