‘চিকনি চামেলি’ গানে উদ্দাম নাচ, গিটার হাতে গান, দিল্লির আসর একাই জমিয়ে রাখছেন জেমাইমা
দিল্লি: নাচে-গানে আসর মাতিয়ে রাখতে জুড়ি নেই ভারতীয় মহিলা দলের তারকা ক্রিকেটার জেমাইমি রড্রিগেজের। উইমেন্স প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালস দলের হয়েও একই ভূমিকায় দেখা যাচ্ছে জেমাইমাকে। এর আগে ম্যাচ চলাকালীন মাঠেই ভাংরা করতে দেখা গিয়েছিল তাকে। সেই ভিডিও নেট দুনিয়ায় ঝড় তুলেছিল। এবার মাঠের বাইরেও নিজেই নেচে-গিয়ে আসর জমিয়ে দিলেন জেমাইমা রড্রিগেজ। সঙ্গে নাচালেন ও গাওয়ালেন অন্যান্য ক্রিকেটারদের।
জেমাইমা রড্রিগেজ নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে কয়েকটি ভিডিও শেয়ার করেছেন। সেখানেই দেখা গিয়েছে সন্ধ্যার পার্টি বা আড্ডা চলাকালীন দিল্লি ক্যাপিটালস ক্রিকেটারদের চলছে নাচ-গান। সেখানে বলিউড আইটেম সং চিকনি চামেলি-তে নাচতে দেখা যায় জেমাইমা রড্রিগেজ, রাধা যাদব, তারা নরিসদের। শুধু তাই নয় হোটেলের যারা কর্মী ছিলেন তাদেরও সঙ্গে নিয়ে নাচতে দেখা যায় ক্রিকেটারদের। যেই ভিডিও নেট দুনিয়ায় এখন ভাইরাল।
Karaoke and some dancing with the Fam🎤🕺🏻@DelhiCapitals pic.twitter.com/KNHSG6lihF
— Jemimah Rodrigues (@JemiRodrigues) March 15, 2023
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Wpl 2023