ঘরের মাঠে টস হারল গুজরাত, বোলিংয়ের সিদ্ধান্ত রোহিত শর্মার IPL 2023 MI vs GT Qualifier 2 Live Updates Mumbai Indians won toss decided to bowl first against Gujarat Titans at Ahmedabad Narendra Modi Stadium sup – News18 Bangla
আহমেদাবাদ: বৃষ্টির কারণে দেরিতে হল আইপিএল কোয়ালিফায়ার ট্যু-এর মুম্বই ইন্ডিয়ান্স বনাম গুজরাত টাইটান্সের ম্যাচের টস। নিয়ম অনুযায়ী সন্ধ্যা সাতটায় হওয়ার কথা ছিল। বৃষ্টির কারণে টস হল ৭.৪৫ মিনিটে। মেগা ম্যাচে ঘরের মাঠে টস ভাগ্য সাথ দিল না হার্দিক পান্ডিয়ার। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন রোহিত শর্মা। বৃষ্টি হওয়ায় শুরুতে বোলিং করে পিচ থেকে কিছুটা সুবিধা পাওয়ার জন্য এই সিদ্ধান্ত। এছাড়া রান তাড়া করার সময় আহমেদাবাদের উইকেটে ব্যাটারদের জন্য বেশি সহায়ক হয়ে ওঠে।
🚨 Toss Update 🚨@mipaltan win the toss and elect to field first against @gujarat_titans in Ahmedabad.
Follow the match ▶️ https://t.co/f0Ge2x8XbA#TATAIPL | #Qualifier2 | #GTvMI pic.twitter.com/BdK4DQl7Qr
— IndianPremierLeague (@IPL) May 26, 2023
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Gujarat titans, IPL 2023, Mumbai Indians