গোলগাল অর্জুন রণতুঙ্গার এ কী অবস্থা! ছবি দেখে চেনা যাচ্ছে না শ্রীলঙ্কার কিংবদন্তিকে

কলম্বো: ১৯৯৬ সালে শ্রীলঙ্কার যে দল একদিনের বিশ্বকাপ জিতেছিল সেই দলের অধিনায়ক ছিলেন তিনি। একটা সময় তাঁর জনপ্রিয়তা ছিল আকাশছোঁয়া। গোলগাল চেহারা হওয়া সত্ত্বেও তিনি মাঠে নেমে নিজেকে উজাড় করে দিতেন। সেই অর্জুন রণতুঙ্গার এখন এ কী হাল!

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে রণতুঙ্গার একটি ছবি। ক্রিকেট দুনিয়া যে রণতুঙ্গাকে চেনে, তার সঙ্গে সদ্য ভাইরাল হওয়া ছবির কোনও মিল নেই। এ কোন রণতুঙ্গা! লোকজন চিনতেই পারছে না।

বরাবর গাট্টাগোট্টা ছিলেন অর্জুন রণতুঙ্গা। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর তাঁর ওজন আরও বেড়ে গিয়েছিল একটা সময়। কিন্তু এখন সেই তিনিই একেবারে রোগা হয়ে গিয়েছেন।

আরও পড়ুন- বিরাটের আরসিবির বিরুদ্ধে সাংঘাতিক অভিযোগ গেইলের, নোংরামি সামনে এল

এখন রণতুঙ্গার মাথা ভর্তি সাদা চুল। চেহারে একেবারে ভেঙে গিয়েছে। একখানা বড়সড় গোঁফ রেখেছেন তিনি। সনথ জয়সুরিয়ার সঙ্গে একটি ছবিতে দেখা যাচ্ছে তাঁকে। পাশে অরবিন্দ ডিসিলভা। দুই তারকার মাঝে দাঁড়িয়ে রয়েছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক।

১৯৯৬ বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের সেরা হয়েছিলেন অরবিন্দ ডিসিলভা। সেই ম্যাচে তিনি ১২৪ বলে ১০৭ রান করে অপরাজিত ছিলেন। ওই বিশ্বকাপের সেরা ক্রিকেটার হয়েছিলেন জয়সূর্য।

অনেকেই বলবেন, ১৯৯৬ বিশ্বকাপে স্বপ্নের দল গড়েছিল শ্রীলঙ্কা। সত্যিই তাই। সেই দলের বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর ছিলেন রণতুঙ্গা। তবে সেই রণতুঙ্গা এখন একেবারে বদলে গিয়েছেন। অনেকেই তাঁকে দেখে চিনতেও পারবেন না।

আরও পড়ুন- সোমবার চ্যাম্পিয়ন মোহনবাগানকে শুভেচ্ছা জানাবেন মমতা, প্রস্তুতি চলছে সবুজ মেরুনে

Published by:Suman Majumder

First published:

Read also  Rishabh Pant Accident: বাড়িতে সারপ্রাইজ দিতে যাওয়ার পথেই দুর্ঘটনা! কোন নতুন গাড়িতে যাচ্ছিলেন পন্থ

Tags: Arjun ranatunga, Sri Lanka



Source link