গরম বাড়ার আগেই কিনে ফেলুন এসি, ফ্রিজ! Amazon-এ চলছে দারুন সেল

কলকাতা: গরম বাড়তে শুরু করেছে। ঘরে ঘরে বাড়ছে গ্রীষ্মকালীন যন্ত্রের চাহিদা, যেমন এসি, কুলার, রেফ্রিজারেট ইত্যাদি। এরই মধ্যে অ্যামাজন সামার অ্যাপ্লায়েন্স স্টোরে শুরু হয়েছে সেল। সাশ্রয়ী মূল্যে এই সব অ্যাপ্লায়েন্স পাওয়া যাবে হাতের কাছেই।

এক নজরে দেখে নেওয়া যাক কী কী অ্যাপ্লায়েন্স পাওয়া যাচ্ছে হাতের কাছে—

এসি:

অফিস হোক বা বাড়ি ক্রমবর্ধমান গরমের সঙ্গে পাল্লা দিতে এসি কিনে ফেলছেন এখন সকলেই। এতে ঘরের ভিতরের তাপমাত্রা এবং আর্দ্রতা কমে। ঘরের ভিতরের বাতাসও পরিষ্কার থাকে। উইন্ডো বা স্প্লিট নিজের প্রয়োজন মতো কিনে নেওয়া যেতে পারে যেকোনও একটি।

আরও পড়ুন- Oppo-র এই ফোন কিনলেই ক্যাশব্যাক! তাও এক-দু’টাকা নয়, পুরো ৫ হাজার

ভোল্টাসের ১.৪ টন ৩স্টার ইনভার্টার এসি পাওয়া যাবে অ্যামাজন স্টোরে। এর অনন্য লুভর ডিজাইন, কপার কনডেন্সার অনেক বেশি ঠান্ডা করে ঘর। টেকসই-ও বেশি।

এলজি ০.৮ টন ৩ স্টার ইনভার্টার স্প্লিট এসি ভারতেপ মতো দেশে খুবই প্রয়োজনীয়।

ভোল্টাস ১.৫ টন ৫ স্টার ইনভার্টার স্প্লিট এসি-তে রয়েছে অ্যান্টি-ডাস্ট ফিল্টার। ফলে ঠান্ডা থাকার পাশাপাশি ঘরের বাতাসও থাকে দূষণ মূক্ত।

রেফ্রিজারেটর:

নিজের পরিবারের প্রয়োজনীয়তা অনুযায়ী সিঙ্গল বা ডবল ডোর রেফ্রিজারেটর বেছে নেওয়া যেতে পারে।

৩ স্টার স্যামসাং ৩৪৫ রেফ্রিজারেটর-এ রয়েছে ফাইভ ইন ওয়ান প্রযুক্তি। এতে ৫টি মোড রয়েছে, যা ট্যুইন কুলিং প্রযুক্তিতে চালিত।

এলজি ১৮৫ লিটার ৫ স্টার ইনভার্টার সিঙ্গল ডোর রেফ্রিজারেটর-এ রয়েছে স্মার্ট ইনভার্টার কম্পেরসর। এতে আরও বেশি বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব। ১০৮ মিনিটে বরফ তৈরি করে দিতে পারে এই রেফ্রিজারেটর।

আরও পড়ুন- মোবাইল কোন কানে ব্যবহার করছেন? বড় ভুল হয়ে যাচ্ছে না তো! কী বলছে বিজ্ঞান, জানুন

স্যামসং ১৮৯ লিটার ৫ স্টার সিঙ্গল ডোর রেফ্রিজারেটর ছোট পরিবারের জন্য আদর্শ। বিদ্যুৎ সাশ্রয়েও এর জুড়ি নেই।

কুলার:

Read also  Prithvi Shaw: পৃথ্বীকে হামলার অভিযোগ স্বপ্নার বিরুদ্ধে! অভিনেত্রীর ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

৩৬ লিটার বাজাজ টর্ক এয়ারকুলার, ৭৫ লিটার ক্রম্পটন ওজোন ডেজার্ট এয়ার কুলার থেকে শুরু করে ২৪ লিটার বাজাজ পার্সোনাল এয়ার কুলার সবই পাওয়া যাচ্ছে এই স্টোরে।

পাখা:

সিলিং ফ্যানেরও একটা বড় রেঞ্জ রয়েছে অ্যামাজন সামার অ্যাপ্লায়েন্স স্টোরে।

Published by:Suman Majumder

First published:

Tags: Amazon

Source link