কেকেআরের নজরে কোন পাঁচ ক্রিকেটার? দেখে নিন – News18 Bangla

কলকাতা: ২০২৩ এ হতাশাজনক আইপিএল মরসুম শেষ করেছে কলকাতা নাইট রাইডার্স। ১৪ ম্যাচের মধ্যে ৮ টিতেই হেরে ১০ দলের আইপিএলে সপ্তম স্থানে শেষ করেছে তারা। এই মরসুমে একদমই পারফরম্যান্স দিতে পারেননি দলের দুই তারকা ও সবচেয়ে নির্ভরযোগ্য ক্রিকেটার আন্দ্রে রাসেল ও সুনীল নারিন। ফলে আগামী মরসুমে এই দুই ক্রিকেটারকে দলে না রাখার সিদ্ধান্ত ইতিমধ্যেই নাইট ম্যানেজমেন্ট নিয়ে নিয়েছে বলে সূত্রের খবর।

বাদ পড়তে পারেন নিউজিল্যান্ডের দুই জোরে বোলার লকি ফার্গুসন, টিম সাউদি। বাদ যেতে পারেন শার্দূল ঠাকুরও। এর বদলে আগামী মরসুমে যে পাঁচজন খেলোয়াড়কে তারা দলে নিতে পারে, দেখা নেওয়া যাক তারা কারা –

হেনরিক ক্লাসেন

উইকেট রক্ষক ব্যাটার হিসেবে আইপিএলের চলতি মরসুমে সর্বাধিক রান সংগ্রাহক ক্লাসেন। ১২ ম্যাচে ৫০ এর কাছাকাছি ব্যাটিং গড়ে ১৭৭ এরও বেশি স্ট্রাইক রেটে একটি শতরান ও ২ টি অর্ধশত রান সহ ৪৪৮ রান করেছেন তিনি। রহমানুল্লাহ গুরবাজ থাকলেও, হেনরিক ক্লাসেনের অভিজ্ঞতা আন্তর্জাতিক ক্রিকেটে বেশি। তাকে কেকেআর শুধু ব্যাটার হিসেবেও খেলাতে পারে। মিডল অর্ডারে ভরসা জোগাতে পারেন তিনি। সানরাইজার্সের পারফরম্যান্স দেখে ক্লাসেন হয়তো সেই দলে থাকতে না চাইতে পারেন ও কেকেআরের অফার গ্রহণ করতে পারেন।

প্রভসিমরন সিং

পঞ্জাব কিংসের হয়ে অভিষেক মরসুমে ভাল পারফরম্যান্স করেছেন প্রভসিমরন। ১৪ ম্যাচে দেড়শোর উপর স্ট্রাইক রেটে ৩৫৮ রান করেছেন। এর মধ্যে একটি শতরান ও একটি অর্ধশত রান রয়েছে। দিল্লির বিরুদ্ধে এই তরুণ ব্যাটারের ব্যাটিং এর প্রশংসা করেছেন অনেকেই।

ফিল সল্ট

দিল্লি ক্যাপিটালস শেষের দিক থেকে দ্বিতীয় স্থানে থেকে এবারের আইপিএল শেষ করলেও ফিল সল্টের ব্যাটিং নজর কেড়েছে। ৯ ম্যাচে প্রায় ১৬৪ স্ট্রাইক রেটে ২৭ এর বেশি ব্যাটিং গড়ে ২১৮ রান করেছেন সল্ট। এর মধ্যে দুটি অর্ধশত রান ছিলো। ইনিংসের ভাল শুরু করার ও ইনিংসের শুরুতেই দ্রুত রান তোলার ক্ষমতা আছে তার। কেকেআর তরুণ এই ইংরেজ ব্যাটারকে নিতেই পারে। জেসন রয়ের সঙ্গে তারই দেশের সতীর্থ সল্টের ওপেনিং জুটি জমে যেতে পারে।

Read also  IPL 2023 KKR vs LSG Live: Kolkata Knight Riders vs Lucknow Super Giants live commentary records stats at Eden Gardens

মায়াঙক মারখান্ডে

সুনীল নারিনকে ছেড়ে দিলে ২৫ বছর বয়সী মায়াঙক মারখান্ডেকে তারা দলে নিতে পারেন। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে এবার ১০ ম্যাচে ১২ উইকেট নিয়েছেন তিনি। সেরা পারফরম্যান্স ১৫ রানে ৪ উইকেট। লেগ স্পিনার যে কোনো দলের সম্পদ হয়। কলকাতা বরাবরই আনকোড়া স্পিনারদের পছন্দ করে। সেক্ষেত্রে মায়াঙক ভালো বাছাই হতে পারে কলকাতার জন্য। মায়াঙক এর আগে মুম্বই ইন্ডিয়ান্স এর হয়েও খেলেছেন। আইপিএলে ৩০ ম্যাচে ২৯ উইকেট নিয়েছেন তিনি।

শাহরুখ খান

এখনও পর্যন্ত আইপিএলে ত্রাসের সঞ্চার না করতে পারলেও ম্যাচ ফিনিশি করার বা স্লগ ওভারে দ্রুত রান তোলার ক্ষমতা তার রয়েছে। এবারের আইপিএলে তার স্ট্রাইক রেট ছিলো ১৬৫ এরও বেশি। পাঞ্জাব কিংসের হয়ে ১৩ টি ইনিংস মাত্র ১৫৬ রান করলেও  ৬ বার অপরাজিত ছিলেন তিনি। সর্বোচ্চ ৪১ নটআউট। গড় ছিলো প্রায় ২৩। রিঙ্কুর সাথে জোট বেঁধে বিপক্ষের ত্রাস হয়ে উঠতে পারেন শাহরুখ। ঘরোয়া ক্রিকেটে তিনি মাড়কুটে ব্যাটার হিসেবেই পরিচিত।

মিচেল মার্শ

এবারের আইপিএলে তেমন পারফরম্যান্স না করতে পারলেও অস্ট্রেলিয়ার এই ব্যাটিং অলরাউন্ডার যে কোনো দিন ম্যাচের রং বদলে দিতে পারেন। এবারের আইপিএলে ৯ ম্যাচে ১২৮ রান করেছেন তিনি, নিয়েছেন ১২ উইকেট। রাসেলের আদর্শ পরিবর্ত হতে পারেন জুনিয়ার মার্শ। ফিট থাকলে ব্যাট এবং বল হাতে পার্থক্য গড়ে দিতে পারেন

Published by:Rohan roychowdhury

First published:

Tags: Kkr

Source link