ইস্টবেঙ্গলের ক্রাউড ফান্ডিংকে সঠিক বললেন বাগান সচিব – News18 Bangla

কলকাতা: সম্প্রতি কলকাতা ময়দানে একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব। ক্লাবের ফান্ডিং বাড়াতে এবং পরিকাঠামো আরো ভালো করতে সমর্থকদের বেশি করে যুক্ত করতে চাইছে লাল হলুদ। সেটা মাথায় রেখেই ক্রাউড ফান্ডিং করবে ইস্টবেঙ্গল এমন ঘোষণা করা হয়েছিল কয়েকদিন আগে। ইতিমধ্যে বেশ ভাল রেস্পন্স মিলেছে। সমর্থকরা নিজেদের ক্ষমতা অনুযায়ী সাহায্য করছেন।

ক্লাব জানিয়েছে সমর্থকদের ক্লাবের পক্ষ থেকে সার্টিফিকেট দেওয়া হবে এবং প্রত্যেকটা টাকার হিসেব অডিট করা হবে। মোহনবাগান ক্লাবের সচিব দেবাশীষ দত্তকে প্রশ্ন করা হয়েছিল ইস্টবেঙ্গলের ক্রাউড ফান্ডিং নিয়ে। দেবাশীষ জানান ব্যক্তিগতভাবে তিনি মনে করেন এটা সঠিক রাস্তা। ক্লাব বিপদে আছে। এই অবস্থায় তারা সমর্থকদের কাছে যাবেন না তো কোথায় যাবেন?

Published by:Rohan roychowdhury

First published:

Tags: East Bengal Club, Mohun Bagan



Source link

Read also  PCB vs BCCI | Shahid Afridi: পাকিস্তান কি ভারতে আসছে বিশ্বকাপ খেলতে? বিরাট আপডেট দিয়ে দিলেন আফ্রিদি