‘আমি এক শতাংশও অঙ্গ নই দলের, আমি খেলবই না’! অকপট হার্দিক পাণ্ডিয়া

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারত-অস্ট্রেলিয়া বর্ডার-গাভাসকর ট্রফি আপাতত অতীত। ভারত দাপটের সঙ্গে ২-১ এই সিরিজ জিতে টানা তিনবার এই ঐতিহ্যবাহী ট্রফিতে নিজেদের দখলে রেখেছে। এবার দুই দেশের মধ্যে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আগামিকাল অর্থাৎ ১৭ মার্চ প্রথম ওয়ানডে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ব্যক্তিগত কারণে ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma) প্রথম ওয়ানডে ম্যাচ খেলছেন না। তাঁর বদলে ক্যাপ্টেনসির ব্যাটন উঠছে হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) হাতে। ১৯ মার্চ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ বিশাখাপত্তনমের এসিএ-ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়ামে। ২২ মার্চ ওয়ানডে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে। বাকি দুই ম্যাচে ফের দায়িত্ব নেবেন রোহিত। ম্যাচের আগের দিন প্রাক ম্যাচ নিয়মমাফিক সাংবাদিক বৈঠক ছিল। এসেছিলেন স্ট্যান্ড-ইন ক্যাপ্টেন হার্দিকই। তাঁর কাছে প্রশ্ন ছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC Final 2023) নিয়েই।

রোহিত শর্মা জানিয়ে ছিলেন যে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইংল্যান্ডের আবহাওয়ার কথা মাথায় রেখে, দলে একজন ফাস্টবোলিং অলরাউন্ডার হলে ভালো হয়। শার্দূল ঠাকুরের কথা মাথায় রেখেই তিনি এই কথা বলেছিলেন। ২০১৮ সালের সেপ্টেম্বরে ইংল্য়ান্ডে শেষবার টেস্ট খেলা হার্দিকের কাছে, জানতে চাওয়া হয়েছিল যে, তিনি  বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবেন কিনা, বা লাল বলের ক্রিকেটে প্রত্যাবর্তনের কথা ভাবছেন কিনা! হার্দিক এই প্রশ্নের উত্তরে বলেন, ‘দেখুন আমি নৈতিক ভাবে অত্যন্ত শক্তিশালী একজন মানুষ। আমি ওই টেস্ট দলে যাওযার জন্য ১০ শতাংশও করিনি। এমনকী আমি এক শতাংশও অঙ্গ নই ওই দলের। ওখানে গিয়ে কারোর জায়গা নেওয়াটা আমার নীতির বিরুদ্ধে কাজ হবে। আমি যদি টেস্ট ক্রিকেট খেলতে চাই, তাহলে লড়াই করেই সেই জায়গা অর্জন করে নেব। আমি শুধু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালই নয়, আগামীর কোনও টেস্ট সিরিজেই খেলব না, যতক্ষণ না পর্যন্ত আমি মনে করছি যে, সেই জায়গা আমি অর্জন করেছি।’

Read also  IND Vs BAN 2nd Test: Shreyas Iyer And Rishabh Pant Gives India Lead, Shakib Al Hasan Picks 4 Wickets

আরও পড়ুন: Hardik Pandya, IND vs AUS 1st ODI: রোহিতের অবর্তমানে কোন ওপেনিং জুটির উপর ভরসা রাখলেন হার্দিক?

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্যসমাপ্ত চার ম্যাচের বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারত ২-১ জিতেছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ছিল সিরিজের চর্তুথ ও শেষ টেস্ট। ম্যাচের পঞ্চম দিনের সকালেই ভারত মাঠে নামার আগে সুখবর পেয়ে গিয়েছিল। ক্রায়েস্টচার্চে নিউজিল্যান্ড রুদ্ধশ্বাস ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতেই রোহিতদের হাতে চল আসে ডব্লিউটিসি ফাইনালের কনফার্মড টিকিট। মানে রহস্য-রোমাঞ্চে ভরা উত্তেজনার একটা সপ্তাহ শেষ হয়। আগামী ৭-১১ জুন লন্ডনের ঐতিহাসিক ওভালে বিশ্বের সেরা টেস্ট দল হওয়ার খেতাবি লড়াইয়ে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 



Source link