আফগানিস্তান সিরিজে দেখা যেতে পারে একাধিক নতুন মুখ, দ্বিতীয় সারির দল খেলাতে পারে BCCI

শুভব্রত মুখার্জি: আইপিএল শুরু হওয়ার পর থেকে ভারতীয় ক্রিকেটে জোগান বেড়েছে নবীন, প্রতিভাবান ক্রিকেটারদের। তাদের মধ্যে অনেকেই আবার জাতীয় দলে খেলারও অন্যতম দাবিদার। তবে জাতীয় দলের হয়ে ২২ গজে তো খেলার সুযোগ পাবেন মাত্র ১১ জন ক্রিকেটার! সেই সমস্যা সমাধানে বিসিসিআই নানা সময়ে নানা উদ্যোগ নিয়েছে। যার মধ্যে অন্যতম হল আন্তর্জাতিক সিরিজে দ্বিতীয় দল খেলানো। এর পিছনে এক দিকে যেমন নবীন ক্রিকেটারদের সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে, তেমনই অন্য দিকে নিয়মিত খেলা ক্রিকেটারদেরও একটু বিশ্রাম দেওয়া যায়। ফলে অতিরিক্ত ওয়ার্কলোড কমিয়ে চোট আঘাতের সম্ভাবনা কমানো হয়। আর সেই লক্ষ্যেই আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন সিরিজে দ্বিতীয় সারির দল খেলাতে চায় বিসিসিআই।

আরও পড়ুন: বিশেষজ্ঞদের 2023 IPL-এর একাদশে নেই কোহলি-রোহিত-জাদেজারা, নাম নেই KKR-এর এক জনেরও

আসন্ন আফগানিস্তান সিরিজ বাতিল করতে পারে বিসিসিআই, এমন একটা রটনা ছিল। কারণ দেখানো হয়েছিল ঠাঁসা ক্রীড়াসূচি। তবে বিসিসিআইয়ের তরফে এ বার নতুন করে ভাবনা চিন্তা শুরু হয়েছে। দ্বিতীয় সারির দল খেলানোর পরিকল্পনার কথা উঠে এসেছে। ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে দলের সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দিতে চায় বিসিসিআই। তাই এই সিদ্ধান্ত। রোহিত শর্মা, বিরাট কোহলির মতন ক্রিকেটারদের বিশ্রাম দিতে চায় বিসিসিআই, ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইপিএল, তার পরপরেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সব মিলিয়ে ঠাঁসা ক্রীড়াসূচি সিনিয়রদের। ফলে সে কথা মাথাতে রেখেই বিসিসিআইয়ের এই সিদ্ধান্ত।

আরও পড়ুন: টাইটান্সের ডেরায় অপ্রতিরোধ্য নন হার্দিকরা, ঘরের মাঠ হলেও লড়াই হবে সেয়ানে সেয়ানে

২০-৩০ জুন সময় রয়েছে এই সিরিজ আয়োজনের। বিসিসিআই তাই চাইছে এই সিরিজকে হয় ছোট করতে না হয় টি-২০, ওয়ানডে সিরিজ খেলাতে। এই সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে পারেন হার্দিক পাণ্ডিয়া। আইপিএলের ফাইনালে ভারতে আসছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মিরওয়াইস আশরাফ। এই সময়েই সিরিজ নিয়ে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ভারতীয় দলের এই সময়ের ক্রীড়াসূচি একেবারে ঠাঁসা। আইপিএলের পরেই তারা খেলবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। এর পর ১২ জুলাই-১৩ অগস্ট ভারত সিরিজ খেলবে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে।এর পরেই রয়েছে আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পাশাপাশি সেপ্টেম্বর মাসে যদি এশিয়া কাপ খেলা হয়, তবে ভারতীয় ক্রিকেটারদের উপর বাড়তে চলেছে ক্রীড়াসূচির চাপ।

Read also  IPL 2023 People Think My T20 Game Is Declining But... Virat Kohli After Record IPL Ton

Source link