আইপিএলে একাই ৪৭৪ রান! এবার কি ভারতীয় দল? রিঙ্কু সিংয়ের জবাব চমকে দেবে
কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সর্বদা একটি এমন বড় প্ল্যাটফর্ম, যেখানে অনেক তরুণ খেলোয়াড় তাঁদের আন্তর্জাতিক কেরিয়ার শুরুর বীজ বপন করে।
আইপিএল ২০২৩-এও এমন অনেক খেলোয়াড়ের আবির্ভাব হয়েছে। কেকেআর-এর হয়ে এই তালিকায় রয়েছেন রিঙ্কু সিংও। চলতি মরসুমটা তাঁর জন্য দারুণ কেটেছে।
যদিও কেকেআরের এবার প্লে অফে উঠতে পারেনি। এদিকে, টিম ইন্ডিয়াতে যোগ দেওয়ার বিষয়ে বড়সড় বিবৃতি দিয়ে ফেলেছেন রিঙ্কু সিং। হালফিলে অনেকেই দাবি করেছিলেন, রিঙ্কুর এবার ভারতীয় দলের জার্সিতে সুযোগ পাওয়া উচিৎ।
আরও পড়ুন- ভারতের গালে চড় মেরে বিশ্বকাপ জিতবে পাকিস্তান’! ওপেন চ্যালেঞ্জ আফ্রিদির
কলকাতা নাইট রাইডার্সের এবার হতাশায় ভরা আইপিএল অভিযানে একমাত্র রিঙ্কু সিং আশার আলো। মাটিতে পা রাখতে চান তিনি। এখনই ভারতীয় দলে নির্বাচনের বিষয়ে ভাবছেন না রিঙ্কু।
গুজরাট টাইটান্সের বিরুদ্ধে কেকেআর-এর জয়ে তাঁর অবদান ছিল সব থেকে বেশি। পাঁচটি ছক্কা মেরে খবরেরে শিরোনামে ছিলেন রিঙ্কু। আইপিএল ২০২৩-এ তিনি দলের সেরা ব্যাটার এবং ফিনিশার হিসাবে আবির্ভূত হন।
আরও পড়ুন- মোহনবাগান সমর্থকদের ইডেনে ঢুকতে বাধা কেকেআর ম্যানেজমেন্টের! প্রবল গন্ডগোল
ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীও তাঁকে ভারতের বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার প্রতিযোগী বলেছেন। শনিবার লখনউ সুপারজায়েন্টসের বিরুদ্ধে কেকেআর-এর এক রানে হারের পর মিডিয়ার সাথে কথা বলতে গিয়ে, রিঙ্কু বলেছিলেন, এমন মরশুম যে কারও জন্য দুর্দান্ত। তবে আমি এখনই এত দূর ভাবছি না। আমাকে ভারতীয় দলে অন্তর্ভুক্ত করা উচিত কি না তা নিয়ে খুব বেশি চিন্তা করছি না এখনই।
২৫ বছর বয়সী রিঙ্কু লখনউয়ের বিরুদ্ধে ৩৩ বলে অপরাজিত ৬৭ রান করেন। চলতি মরসুমে এটি তাঁর চতুর্থ হাফ সেঞ্চুরি। কেকেআর-কে লখনউয়ের বিরুদ্ধে রোমাঞ্চকর জয়ের কাছাকাছি নিয়ে যান তিনিই। তবে কেকেআর শেষমেশ ১ রানে ম্যাচ হারে।
কেকেআরের হয়ে এই মরসুমে রিঙ্কু ৫৯.২৫ গড়ে, ১৪৯-এর বেশি স্ট্রাইক রেটে ৪৭৪ রান করেছেন। সুপারজায়ান্টদের বিরুদ্ধে জিততে হলে শেষ তিন বলে তিনটি ছক্কার প্রয়োজন ছিল। গুজরাট টাইটানসের বিরুদ্ধে সেই ম্যাচের মতো পরিস্থিতি ছিল। সেবার রিঙ্কু পর পর পাঁচটি ছক্কা মেরে দলকে জেতান।
এদিনের ইনিংস প্রসঙ্গে রিঙ্কু বলেন, আমি পুরোপুরি রিল্যাক্স ছিলাম। ভেবেছিলাম যা হবে দেখা যাবে। টানা ছক্কা মারার চিন্তা আমার মাথায় এসেছিল। তবে অত বেশি ভেবে ব্যাটিং করি না।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IPL 2023, Kkr, Rinku Singh