আইপিএলের প্রথম প্লে অফে গুরু-শিষ্যের দ্বৈরথ, ধোনির সিএসকে না হার্দিকের গুজরাত কে করবে বাজিমাত, তৈরি ২ জনের মাস্টারপ্ল্যান IPL 2023 Playoff CSK vs GT match Preview MS Dhoni s Chennai Super Kings Hardik Pandya s Gujarat Titans Ready their master plan to win Qualifier 1 sup – News18 Bangla

চেন্নাই: আইপিএল ২০২৩ প্লে অফের প্রথম কোয়ালিফায়ারে গুরু-শিষ্যের দ্বৈরথ। একদিকে এমএস ধোনির চেন্নাই সুপার কিংস। অন্যদিকে হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স। লিগে প্রথম দল হিসেবে কোয়ালিফাই করলেও সিএসকের গঢ় চিপকে লড়াইটা যে আলাদা তা ভালো করেই জানে হার্দিক পান্ডিয়ারা। তবে সিএসকের বিরদ্ধে এখনও পর্যন্ত আইপিএলে ৩-০ পরিসংখ্যান বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। অপরদিকে, আইপিএল আজ পর্যন্ত প্রথম কোয়ালিফায়ার কোনও দিনও হারেনি চেন্নাই সুপার কিংস। ফলে চিপকের মহারণে আজ শেয়ানে-শেয়ান টক্কর হতে চলেছে সেটা বলাই যায়।

২০২২ আইপিএলে প্রথম আবির্ভাবেই চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাত। সেই ধারাবাহিকতা ধরে রেখে এবার প্রথম দল হিসেবে প্লে অফে পোছায় হার্দিক ব্রিগেড। গ্রুপের শেষ ম্যাচেও আরসিবিকে হারিয়ে দুরন্ত ছন্দে রয়েছে গুজরাত। বিশেষ করে শুভমান গিলের বিধ্বংসী ফর্ম কোনও প্রতিপক্ষের রাতের ঘুম কেড়ে নিতে যথেষ্ট। তাছাড়া ব্যাটিংয়ে ছন্দে রয়েছেন বিজয় শঙ্কর, ডেভিড মিলার ও হার্দিক পান্ডিয়া নিজে।

গুজরাত টাইটান্সের বোলিংয়ে দলকে ভরসা দিচ্ছেন মহম্মদ শামি, রাশিদ খান ও নুর আহমেদরা। শামি ও রাশিদ দুজনেই সর্বোচ্চ উইকেট শিকারীর দৌড়ে রয়েছে। তবে শামি ও রাশিদ ছাড়া অন্য বোলারদের অতিরিক্ত রান খরচ একটু চিন্তায় রেখেছে টিম ম্যানেজমেন্টকে। তবে সিএসকের ঘরে ঢুকে ম্যাচ জিতে টানা দ্বিতীয় ফাইনালের টিকিট পাকা করতে বদ্ধপরিকর গুজরাত টাইটান্স।

অপরদিকে, ঘরের মাঠে ফের একবার বিজয় পতাকা ওড়াতে তৈরি চেন্নাই সুপার কিংসের। বড় ম্যাচে এমএস ধোনির অভিজ্ঞতা ও ক্রিকেটীয় বুদ্ধিই যে এই সিএসকের জয় এনে দেওয়ার জন্য যথেষ্ট তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। ব্যাটিংয়ে রুতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, অজিঙ্কে রাহানে, মইন আলি, শিবম দুবেরা সকলেই ঘুরিয়ে ফিরিয়ে রানের মধ্যে রয়েছে। শেষের দিয়ে ধোনির মধ্যেই দেখা যাচ্ছে পুরনো ঝলক।

আরও পড়ুনঃ Rinku Singh: মরশুম জুড়ে একাই গর্জন করেছেন রিঙ্কু ‘সিংহ’, রইল কেকেআরের নয়া সুপারস্টারের ৫ কীর্তি

Read also  গম্ভীরকে জবাব দিতে তৈরি কোহলি, লখনউয়ের বিরুদ্ধে বদলা চাইছে আরসিবি IPL 2023 RCB vs LSG match Preview Virat Kohli vs Gautam Gambhir who will win between Royal Challengers Bangalore and Lucknow Super Giants sup – News18 Bangla

আরও পড়ুনঃ Shubman Gill: পরনে শুধুই তোয়ালে, সেঞ্চুরির পর নেট দুনিয়ায় ঝড় তুললেন শার্টলেস সিক্স প্যাক শুভমান গিল

তবে চেন্নাই সুপার কিংসের বোলিংয়ে মাথিসা পাথিরানা, তুষার দেশপাণ্ডে, দীপক চাহাররা দলকে ভরসা দিলেও সিএসেকর স্পিন বিভাগ একটু কমজুরি। জাদেজাকে সেরা ছন্দে পাওয়া যাচ্ছে না। তবে বড় ম্যাচে জ্বলে ওঠার ইতিহাস রয়েছে জাড্ডুর। মাহিশ থিকসানা অবশ্য পারফর্ম করছেন। সব মিলিয়ে পঞ্চম ট্রফি জয়ের লক্ষ্যে আরও এক পা এগোতে প্রস্তুত ৪ বারের আইপিএল চ্যাম্পিয়নরা।

Published by:Sudip Paul

First published:

Tags: Chennai Super Kings, CSK, Gujarat titans, Hardik Pandya, IPL 2023, Match Preview, MS Dhoni

Source link