অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতকে এগিয়ে রাখছেন বর্ডার – News18 Bangla

সিডনি: আইপিএল শেষ হওয়ার এক সপ্তাহর মধ্যে টেস্ট ক্রিকেটের বিশ্বকাপে মুখোমুখি ভারত অস্ট্রেলিয়া। তবে সেটা নিয়ে দুই শিবির ভেতরে প্রস্তুতি শুরু করে দিয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে কোনও প্রস্তুতি ম্যাচ খেলবে না অস্ট্রেলিয়া। ৭ জুন শুরু ভারতের বিরুদ্ধে বহু প্রতীক্ষিত সেই ফাইনাল। তারপর ১৬ জুন শুরু অ্যাসেজ।

ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্ট খেলবে প্যাট কামিংস বাহিনী। এই ছ’টি টেস্টের জন্য বেকেনহ্যামে প্রস্তুতি শিবিরে ঘাম ঝরাচ্ছে অস্ট্রেলিয়া দল। সেন্টার উইকেটে প্র্যাকটিস করছেন অজিরা। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যালান বর্ডার অবশ্য মনে করছেন প্রস্তুতি ম্যাচ খেলা দরকার ছিল অজিদের। বর্ডার বলেছেন, নেটে যেভাবেই তৈরি হোক না কেন, প্রস্তুতি ম্যাচের কোনও বিকল্প নেই।

দ্রুত পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সুবিধা হত। আমার তো মনে হয়, ওরা বিপদে পড়তে পারে ভেবেই এই সিদ্ধান্ত। তবে শুনতে খারাপ লাগলেও বলতে বাধ্য হচ্ছি যে, এটা ভুল সিদ্ধান্ত। ভারতীয় দলও অবশ্য টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নামার আগে কোনও গা ঘামানো ম্যাচে অংশ নিচ্ছে না। উল্লেখ্য, এর আগে বছরের গোড়ায় ভারতে বর্ডার-গাভাসকর ট্রফি খেলতে আসার সময়ও কোনও প্রস্তুতি ম্যাচ খেলেনি অস্ট্রেলিয়া।

সেই সিরিজে ১-২ ফলে হেরেছিল ক্যাঙ্গারু-ব্রিগেড। অ্যালান বর্ডার বলেছেন, আমি জানি, আইপিএল এবং টি-২০ ম্যাচ রয়েছে। এখন ক্রিকেট অনেকটাই পাল্টে গিয়েছে। তবে টেস্ট ক্রিকেটের মাহাত্ম্য আলাদা। ইংল্যান্ডে আগে পৌঁছে কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলতেই পারত অস্ট্রেলিয়া। তবে অস্ট্রেলিয়ার তারকা স্পিনার নাথান লিয়ঁ অবশ্য বর্ডারের সঙ্গে একমত নন।

Tags: IND vs AUS, Wtc final



Source link