অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে হার গায়ত্রী গোপিচাঁদ-ত্রিসা জলি জুটির

শুভব্রত মুখার্জি: চলতি অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে হেরে গেল ভারতীয় জুটি গায়ত্রী গোপিচাঁদ-ত্রিসা জলি। শনিবার বার্মিংহামে নিজেদের সেমিফাইনাল ম্যাচে হেরে যায় গায়ত্রী-ত্রিসা জুটি। বিশ্ব ক্রমপর্যায়ে ২০ নম্বরে থাকা কোরিয়ার জুটির কাছে হেরে যায় তারা। কোনও রকম বাধাই কার্যত গড়ে তুলতে পারেনি ভারতীয় জুটি। বায়েক-না-হা এবং লি-সো-হগ জুটির কাছে স্ট্রেট গেমে হারতে হয় ভারতীয় জুটিকে। খেলার ফল ভারতীয় জুটির বিরুদ্ধে ১০-২১,১০-২১।

আরও পড়ুন… All England Open: ইতিহাস তৈরি করলেন পুল্লেলা গোপীচাঁদের মেয়ে গায়ত্রী গোপীচাঁদ

মাত্র ৪৬ মিনিটেই ফাইনালের টিকিট নিশ্চিত করে নেয় কোরিয়ান জুটি। উইটিলিটা এরিনায় এদিন‌ দাঁড়াতেই পারেনি ভারতীয় জুটি। নূন্যতম প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হয় তারা। উল্লেখ্য ২০ বছর বয়সি গায়ত্রী গোপিচাঁদ এবং ১৯ বছর বয়সি ত্রিসা জলি জুটি গতবারের টুর্নামেন্টেও সেমিফাইনালে উঠেছিলেন। গায়ত্রীর বাবা যিনি এই মুহূর্তে আবার ভারতীয় দলের প্রধান কোচ পুলেল্লা গোপীচাঁদ ভারতীয় হিসেবে অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের খেতাব জিতেছিলেন। ২০০১ সালে এই কৃতিত্ব অর্জন করেছিলেন তিনি। এর আগে ১৯৮০ সালে কিংবদন্তি প্রকাশ পাডুকোন ভারতীয় হিসেবে এই খেতাব জিতেছিলেন।

আরও পড়ুন… বিরাট ভাঙছেন সবার রেকর্ড, অন্যদিকে দ্বিশতরানে তাঁকে ছাপিয়ে যাওয়ার মুখে উইলিয়ামসন

শিন এবং লি’র জুটি গতবার ও ভারতীয় জুটির বিরুদ্ধে অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপে খেলেছিল। সে বার হারতে হয়েছিল তাদের। এবার সেই হারের মধুর প্রতিশোধ নিলেন তাঁরা। চলতি টুর্নামেন্টে দারুণ ফর্মে রয়েছে কোরিয়ান জুটি। দ্বিতীয় এবং অষ্টম বাছাই জুটিকে ইতিমধ্যেই হারিয়ে দিয়েছিল তাঁরা। আর এবার ভারতীয় জুটিকে উড়িয়ে দিল তাঁরা। লম্বা লম্বা রালি খেলে এদিন ভারতীয়দের ক্লান্ত করে দেয় কোরিয়ানরা। সেই সুযোগ কাজে লাগিয়েই তাঁরা এ দিন একাধিক পয়েন্ট জেতে। ভারতীয় জুটির পছন্দের শর্ট রালিতে তাঁরা খেলার সুযোগই প্রায় দেয়নি। ফলে এদিন ম্যাচের শুরুতেই ভারতীয় জুটি ০-৪ ফলে পিছিয়ে পড়েছিল। এরপর সেই লিড প্রথম গেমে দাঁড়ায় ১১-৫। সেখান থেকে ভারতীয় জুটির পক্ষে কামব্যাক করা সম্ভব হয়নি। দ্বিতীয় সেটে প্রথম থেকেই ভারতীয় জুটিকে দাঁড়াতে দেয়নি কোরিয়ার জুটি। ১১-২ ফলে এগিয়ে যায় কোরিয়ানরা। সেখান থেকে ম‌্যাচে ফেরার আর কোন সুযোগ পায়নি ভারতীয় জুটি।

Read also  আইপিএলের আগে নিঃশব্দে এনগেজমেন্ট সেরে ফেললেন সৌরভের দলের এক ক্রিকেটার! Bengal cricketer Mukesh Kumar completes engagement with long time girlfriend – News18 Bangla

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

Source link