Zoo animal in Mexico: চিড়িয়াখানার পশুদের দায়িত্ব যাঁর হাতে, তিনিই বড়দিনে কেটে খেয়ে ফেললেন ওদের

বড়দিনের পার্টিতে জমিয়ে না খেলে হয়! তার জন্য তো মাংসও তো কেনা চাই। কিন্তু কোথা থেকেই বা কেনা হবে মাংস? বাইরে থেকে না কিনে ‘নিজের’ চিড়িয়াখানার পশুই ধরে আনার সিদ্ধান্ত নিলেন মেক্সিকোর এক চিড়িয়াখানার উচ্চপদস্থ কর্মকর্তা।

তুলনায় দুর্বল পশুদের এভাবেই মেরে খাওয়ার দায়ে ফাঁসলেন দক্ষিণ মেক্সিকোর একটি চিড়িয়াখানার ডাইরেক্টর। তাঁর বিরুদ্ধে অভিযোগ, বড়দিনের পার্টি উপলক্ষে চিড়িয়াখানার চারটি পিগমি ছাগল হত্যা করেছেন। মঙ্গলবার অভিযুক্ত জোস রুবেন নাভাকে চিড়িয়াখানার ডাইরেক্টর পদ থেকে সরিয়ছ দেওয়া হয়। তাকে বরখাস্ত করার পিছনে অবশ্য কারণ ছিল অন্য। চিলপানসিনগো শহরের চিড়িয়াখানাটিতে একটি হরিণের মৃত্যুর পর তার বিরুদ্ধে তদন্তের স্বার্থেই এমনটা করে মেক্সিকো প্রশাসনের পুলিশ।

তদন্ত লুরু করার পর জানা যায়, নাভা ডিসেম্বরের শেষে জমিয়ে বড়দিনের পার্টি করতে চারটি পিগমি ছাগলকে হত্যা করেন তিনি। এছাড়াও আরও বেশ কয়েকটি পশুকে বিক্রি করে দেওয়া বা খাওয়ার জন্য‌হত্যা করার পরিকল্পনা ছিল নাভার।

রাজ্য পরিবেশ দফতরের বন্যপ্রাণ বিভাগের ডাইরেক্টর ফার্নান্দেজ রুইজ গুয়েতেরজ জানান, নাভা বছর শেষে চিড়িয়খানার চারটি পিগমি গোত্রের ছাগলকে চিড়িয়াখানার মধ্যেই হত্যা করে রাঁধেন। সেদিন বড় করে ডিনার পার্টির আয়োজন করেছিলেন তিনি। সেখানেই চারটি ছাগলকে একইসঙ্গে কাটা হয়।

একইসঙ্গে ফার্নান্দেজ সংবাদমাধ্যম ইন্ডেপেন্ডেন্টকে জানান, এই ছাগলগুলি শারীরিকভাবেও অসুস্থ ছিল। মানুষের খাওয়ার পক্ষে মোটেই উপযুক্ত নয়। যাঁরা যাঁরা এর মাংস খেয়েছেন, তাঁদের গুরুতর সমস্যাও হতে পারে। দফতরের তরফে আরও জানানো হয়, একটি জেব্রাকেও বিক্রির সিদ্ধান্ত নিয়েছিলেন প্রাক্তন ডাইরেক্টর। কিন্তু শেষ পর্যন্ত তদন্তে তেমনকিছু মেলেনি। কর্তৃপক্ষের তরফে জানানো হয়, হরিণ ও ওয়াতুসি ক্যাটল কোনও ব্যক্তিবিশেষকে বিক্রির অভিপ্রায় ছিল অভিযুক্ত ব্যক্তির। মেক্সিকোতে এমন অভিযোগ আগেও উঠেছে। মোক্সিকোর সাধারণ নাগরিকদের মধ্যে কেউ কেউ এভাবে পশু দখল করে রাখেন। ব্যক্তিগত স্বার্থে তা কাজেও লাগান। সম্প্রতি একটি চিড়িয়াখানার ডাইরেক্টরও তেমন কাজ করায় হতবাক প্রশাসন। একইসঙ্গে বিশ্বে তোলপাড় ফেলেছে এমন ঘটনা। প্রশ্ন উঠেছে বন্যপ্রাণীদের নিরাপত্তা নিয়ে। চিড়িয়াখানার মতো পাহারাবিশিষ্ট এলাকাতেও যদি তারা সুরক্ষিত না থাকে, তবে কীভাবে তাদের সংরক্ষণ সম্ভব? প্রশাসন যদিও এই নিয়ে কঠোর পদক্ষেপ করছে বলেই দাবি। অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানানো হয় মেক্সিকো প্রশাসনের তরফে‌।

Read also  Viral news New bacteria XDR Shigella: পেট খারাপের নয়া জীবাণু ভয়ানক ছোঁয়াচে! বাজারচলতি সব ওষুধ ফেল! নতুন বিপদের ইঙ্গিত

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

Source link