Xiaomi smart TV offer: স্মার্ট টিভি তাও দশ হাজার টাকার কম দামে! অবিশ্বাস্য হলেও সত্যি

স্মার্ট টিভি কেনার পরিকল্পনা রয়েছে। অথচ কোথা থেকে কেনা যায় তা অনেকেই ভেবে পান না। তাদের জন্যই বড় সুযোগ নিয়ে এসেছে শাওমি। শাওমির নতুন মডেলের স্মার্ট টিভি পাওয়া যাচ্ছে অবিশ্বাস্য কম দামে। এতটা কম দাম ও ঢালাও সুযোগ সুবিধা ক্রেতাদের জন্য বড় সুযোগ করে দিয়েছে। ফোনের জগতে বেশ নামকরা একটি সংস্থা হল শাওমি। এই সংস্থাই এবার ১০ হাজারেরও কম দামে বাজারে নিয়ে এল টিভি। তাদের বিশেষ অফারেই পাওয়া যাচ্ছে এই টিভি। বড় স্ক্রিনের এমআই সিরিজের স্মার্ট টিভি ১০ হাজারের থেকেও কম দামে পাওয়া যাচ্ছে। 

কেন কিনবেন? 

স্মার্ট টিভি কেনার জন্য তো আরও অনেক সংস্থা রয়েছে। তবে শাওমিরই স্মার্ট টিভি কেন? এই ব্র্যান্ডের টিভিতে শুধুই ভালো মানের হার্ডওয়্যার ও সফটওয়্যার রয়েছে তা নয়, এর পরিষেবা করাতে গিয়েও বেশি ঝক্কি পোয়াতে হবে না। কোনও কারণে টিভি খারাপ হয়ে গেলে বা কোনও সমস্যা দেখা দিলে সহজেই সংস্থার হেল্পলাইনে ফোন করে লোক আনিয়ে সারিয়ে ফেলা যাবে। টিভিটি কেনার সময় আপনি ১ বছরের ওয়ারেন্টি পাবেন। ডিসপ্লে জন্যও আরও এক বছর অর্থাৎ ২ বছরের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে। 

আরও পড়ুন: অফিসে সব ঠিকঠাক, তবু রোজ বাড়ি ফিরে মন খারাপ হয়! সমস্যাটা অন্য কোথাও না তো

আরও পড়ুন: ঘুমের ঘাটতি হচ্ছে, অথচ বুঝতেই পারছেন না? এই ৫ লক্ষণ এড়িয়ে যাচ্ছেন না তো

কোথাও মিলবে এই অফার? 

শপিং করার সাইট ফ্লিপকার্টেই পাওয়া যাচ্ছে এই টিভি। এতে ১০ হাজারের থেকেও কম দামে বিক্রি হচ্ছে টিভিটি। এমআই ফোরএ স্মার্ট টিভিতে ৩২ ইঞ্চির স্ক্রিন রয়েছে। এটি কেনার সময় ৩০ শতাংশেরও বেশি ছাড়় পাবেন। তবে তার আগে জেনে নিতে হবে কেনার কায়দা। কীভাবে কিনলে সবচেয়ে সস্তায় পাবেন, জেনে নিন।

কীভাবে কিনবেন? 

বাজারে এই স্মার্ট টিভির দাম ১৪,৯৯৯ টাকা হলেও ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে ৩৩ শতাংশ ছাড়ে। অর্থাৎ, ছাড় দিয়ে আপনার টিভির দাম দাঁড়াচ্ছে ৯,৯৯৯ টাকা। এবারে রয়েছে ইএমআইয়ের সুযোগ। সিটি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে কিনলে ইএমআইয়ে ১০ শতাংশ ছাড়ও থাকছে। আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করলে ৫ শতাংশ ছাড় পাবেন। ফলে সব মিলিয়ে বেশ অনেকটাই কম দামে পেয়ে যাবেন দারুণ একটি স্মার্ট টিভি।

Read also  NEET UG Admit Card Download Link: NEET UG 2023-এর অ্যাডমিট কার্ড প্রকাশ করল NTA, এখান থেকে করুন ডাউনলোড

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup 

Source link