Wooden furniture cleaning tips: কাঠের আসবাব পরিষ্কার করার সহজ ঘরোয়া উপায়গুলি কী কী? জানুন টিপস Posted on January 13, 2023 by mineshparikh Updated: 13 Jan 2023, 04:05 PM IST লেখক Sritama Mitra কিছুতেই কাঠের আসবাবে ধুলো জমতে দেবেন না। নিয়মিত তাতে শুকনো কোনও নরম কাপড় দিয়ে মুখে রাখতে পারলে ভালো। নয়তো সপ্তাহে ২ দিন অন্তত মুছে রাখুন। খুব ভেজা কিছু কাপড় দিয়ে একেবারেই কাঠের আসবাব মুছবেন না। প্রয়োজনে জল নিঙড়ে আর্দ্র কাপড়ে মুছে নিন। 1/5পালিশ করা কাঠের আসবাব ঘরে রাখা অনেকেরই শখ। তবে সেই কাঠের আসবাবের জেল্লা কিছুদিন বাদ থেকেই চলে যেতে পারে সঠিক যত্নের অভাবে। এদিকে, বাড়িতে রোজ রোজ এই আসবাবের যত্ন নেওয়াও কঠিন। কয়েকটি সহজ উপায় জেনে রাখুন কাঠের আসবাবপত্রের যত্নে। 2/5কাঠের আসবাবের যত্নের সহজ টিপস- কিছুতেই কাঠের আসবাবে ধুলো জমতে দেবেন না। নিয়মিত তাতে শুকনো কোনও নরম কাপড় দিয়ে মুখে রাখতে পারলে ভালো। নয়তো সপ্তাহে ২ দিন অন্তত মুছে রাখুন। খুব ভেজা কিছু কাপড় দিয়ে একেবারেই কাঠের আসবাব মুছবেন না। প্রয়োজনে জল নিঙড়ে আর্দ্র কাপড়ে মুছে নিন। 3/5পালিশ চটে গেলে কী করবেন- বিভিন্ন দামী কাঠের আসবাবের পালিশ অনেক সময়ই চটে যেতে দেখা যায়। এতে মন খারাপ করবেন না। চা খাওয়ার পর টি ব্যাগ ডুবিয়ে নিন জলে। তবে সেই চা যেন কড়া চায়ের পাতা হয়, সেদিকে রাখুন খেয়াল।চা ঘরের তাপমাত্রায় এলে, টি ব্যাগ ফেলে দিয়ে জলে কাপড় ডুবিয়ে তা নিঙড়ে নিন। একজম আর্দ্র কাপড়টি দিয়ে মুছে নিন পুরনো আসবাব। এতে রঙ চটে যাওয়া কাঠের আসবাবে ফিরবে উজ্জ্বলতা। 4/5কাঠের জিনিসে জলের দাগ- কাঠের জিনিসে যদি জলের দাগ পড়ে যায়, তাহলে তার সৌন্দর্য মিনিটে নষ্ট হয়ে যায়। এই পরিস্থিতি থেকে উদ্ধার পেতে হলে ওই জলের দাগ লাগা অংশে লাগিয়ে নিন টুথ পেস্ট (জেল পেস্ট নয়)। তারপর নরম কাপড় দিয়ে ঘষে নিন। পরে টুথ পেস্ট তুলতে একটা হালকা আর্দ্র কাপড় নিন আর তা দিয়ে ঘষে তুলে দিন। ছবি : টুইটার 5/5কাঠের আসবাবে কালি পড়লে- কাঠের আসবাবে যদি কালি পড়ে, তাহলে জলে গুলে নিন এক চা চাচমচ বেকিং সোডা। যেখান দাগ পড়েছে সেখানে লাগিয়ে নিন। তারপর নরম শুকনো কাপড় দিয়ে মুছে নিন। পরে আর্দ্র কাপড় দিয়ে মুথে ফেলুন। শেষে ফের শুকনো কাপড়ে মুছলে ভেজাভাব কেটে যাবে। গ্যালারির বাকি অংশ দেখুন অন্য গ্যালারিগুলি Source link Read also Medical Student Died in TB: ডাক্তারি পড়ুয়ার প্রাণ কেড়েছে টিবি; রাজ্যে বাড়ছে মৃত্যু, জেলাগুলিকে সতর্ক করল স্বাস্থ্যভবন
Updated: 13 Jan 2023, 04:05 PM IST লেখক Sritama Mitra কিছুতেই কাঠের আসবাবে ধুলো জমতে দেবেন না। নিয়মিত তাতে শুকনো কোনও নরম কাপড় দিয়ে মুখে রাখতে পারলে ভালো। নয়তো সপ্তাহে ২ দিন অন্তত মুছে রাখুন। খুব ভেজা কিছু কাপড় দিয়ে একেবারেই কাঠের আসবাব মুছবেন না। প্রয়োজনে জল নিঙড়ে আর্দ্র কাপড়ে মুছে নিন। 1/5পালিশ করা কাঠের আসবাব ঘরে রাখা অনেকেরই শখ। তবে সেই কাঠের আসবাবের জেল্লা কিছুদিন বাদ থেকেই চলে যেতে পারে সঠিক যত্নের অভাবে। এদিকে, বাড়িতে রোজ রোজ এই আসবাবের যত্ন নেওয়াও কঠিন। কয়েকটি সহজ উপায় জেনে রাখুন কাঠের আসবাবপত্রের যত্নে। 2/5কাঠের আসবাবের যত্নের সহজ টিপস- কিছুতেই কাঠের আসবাবে ধুলো জমতে দেবেন না। নিয়মিত তাতে শুকনো কোনও নরম কাপড় দিয়ে মুখে রাখতে পারলে ভালো। নয়তো সপ্তাহে ২ দিন অন্তত মুছে রাখুন। খুব ভেজা কিছু কাপড় দিয়ে একেবারেই কাঠের আসবাব মুছবেন না। প্রয়োজনে জল নিঙড়ে আর্দ্র কাপড়ে মুছে নিন। 3/5পালিশ চটে গেলে কী করবেন- বিভিন্ন দামী কাঠের আসবাবের পালিশ অনেক সময়ই চটে যেতে দেখা যায়। এতে মন খারাপ করবেন না। চা খাওয়ার পর টি ব্যাগ ডুবিয়ে নিন জলে। তবে সেই চা যেন কড়া চায়ের পাতা হয়, সেদিকে রাখুন খেয়াল।চা ঘরের তাপমাত্রায় এলে, টি ব্যাগ ফেলে দিয়ে জলে কাপড় ডুবিয়ে তা নিঙড়ে নিন। একজম আর্দ্র কাপড়টি দিয়ে মুছে নিন পুরনো আসবাব। এতে রঙ চটে যাওয়া কাঠের আসবাবে ফিরবে উজ্জ্বলতা। 4/5কাঠের জিনিসে জলের দাগ- কাঠের জিনিসে যদি জলের দাগ পড়ে যায়, তাহলে তার সৌন্দর্য মিনিটে নষ্ট হয়ে যায়। এই পরিস্থিতি থেকে উদ্ধার পেতে হলে ওই জলের দাগ লাগা অংশে লাগিয়ে নিন টুথ পেস্ট (জেল পেস্ট নয়)। তারপর নরম কাপড় দিয়ে ঘষে নিন। পরে টুথ পেস্ট তুলতে একটা হালকা আর্দ্র কাপড় নিন আর তা দিয়ে ঘষে তুলে দিন। ছবি : টুইটার 5/5কাঠের আসবাবে কালি পড়লে- কাঠের আসবাবে যদি কালি পড়ে, তাহলে জলে গুলে নিন এক চা চাচমচ বেকিং সোডা। যেখান দাগ পড়েছে সেখানে লাগিয়ে নিন। তারপর নরম শুকনো কাপড় দিয়ে মুছে নিন। পরে আর্দ্র কাপড় দিয়ে মুথে ফেলুন। শেষে ফের শুকনো কাপড়ে মুছলে ভেজাভাব কেটে যাবে। গ্যালারির বাকি অংশ দেখুন