Women literacy rate: স্বাধীনতার পর মেয়েদের সাক্ষরতার হার বেড়েছে, আর কী বলছে নয়া পরিসংখ্যান

স্বাধীনতার পর থেকে অনেকটাই বেড়েছে মেয়েদের সাক্ষরতার হার। এমনটাই জানাল সম্প্রতি প্রকাশিত পরিসংখ্যান।‌ বিশ্ব ব্যাঙ্কের ভারত সম্পর্কিত প্রতিবেদন অনুযায়ী, স্বাধীনতার সময় সাক্ষরতার হার ছিল প্রতি ১১ জনের মধ্যে ১ জন। শতাংশের হিসেবে মাত্র ৯ শতাংশ। তবে গত ৭৬ বছরে সেই হার বেড়েছে অনেকটাই। ৭৬ বছরে ৭৭ শতাংশ বেড়েছে মেয়েদের সাক্ষরতার হার। পুরুষদের সাক্ষরতার হার সেখানে ৮৪.৭ শতাংশ।

আরও পড়ুন: এক সপ্তাহে হাসপাতালে ভর্তি ২ লাখ মানুষ! কীসের আতঙ্ক বাড়ছে থাইল্যান্ডে

আরও পড়ুন: আইন ভেঙে ফ্যাসাদে ঋষি সুনক! পোষ্যকে নিয়ে কী করেছেন প্রাইম মিনিস্টার

শিক্ষার হারে কোন রাজ্যে কোন জায়গায়?

অন্যদিকে দেশ জুড়ে সার্বিক সাক্ষরতার হার কেমন অবস্থায় রয়েছে? কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল স্যাম্পল সার্ভে রিপোর্ট অনুযায়ী, রাজ্যগুলির মধ্যে কেরালা এগিয়ে রয়েছে। ভারতের মধ্যে সবচেয়ে শিক্ষিত রাজ্য কেরালাতে সাক্ষরতার হার ৯২.২ শতাংশ।‌ অন্যদিকে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে এগিয়ে লাক্ষাদীপ। সেখানে মোট সাক্ষরতার হার ৯১.৮৫ শতাংশ। কেরালার পরেই আছে লাক্ষাদীপ। এরপরেই শিক্ষার হারে তৃতীয় রাজ্য হল মিজোরাম। সেই রাজ্যে শিক্ষার হার ৯১.৩৩ শতাংশ।‌ অন্যদিকে শিক্ষার হারের হিসেবে তলানিতে রয়েছে বিহার। সেই রাজ্যে শিক্ষার হার ৬১.৮%। এরপরেই রয়েছে অরুণাচল প্রদেশ। সেই রাজ্যে সাক্ষরতার হার ৬৫.৩ শতাংশ। রাজস্থানে এই হার ৬৬.১ শতাংশ।

আরও পড়ুন: আরশোলা আর অ্যালকোহল খাবে রোগী! হোমিওপ্যাথিকে তুলোধোনা লিভার বিশেষজ্ঞের

আরও পড়ুন: কুমিরের কবল থেকে বাঁচাল পুলিশ, ঘুরে তাকিয়ে কী বোঝাতে চাইল ক্যাঙারু? viral video

স্কুলছুটের পরিসংখ্যান

স্কুলছুটের হারও অনেকটাই কমেছে বলে দাবি পরিসংখ্যানের। তা সত্ত্বেও এখনও‌ ১২.৬ শতাংশ পড়ুয়া স্কুলে থাকতে থাকতে পড়াশোনা ছেড়ে দেয়। অন্যদিকে ১৯.৮ শতাংশ পড়ুয়া মাধ্যমিকের পর পড়া ছেড়ে দেয়। তবে এই স্কুলছুটের মেয়েদের মধ্যে অনেকটাই বেশি। কম বয়সে মেয়েদের মধ্যে বিয়ের হার এখনও বেশি। ফলে স্কুলছুটের হারও অনেকটাই রয়েছে‌ এখনও। অনেক জাতির মধ্যে মেয়েরা এখনও তেমন গুরুত্ব পায় না। সারা বিশ্বের নিরিখে দেখলে ১.৮ মিলিয়ন মেয়ের কম বয়সে বিয়ে হয়ে যায়।

Read also  JEE Main 2023 Paper 2 Final Key 2023: প্রকাশিত JEE Main-র দ্বিতীয় পত্রের ‘ফাইনাল অ্যানসার কি’, কত নম্বর পাবেন? দেখুন

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup 

Source link