WBJEE 2023 Results: কয়েক মিনিট পরেই রাজ্য জয়েন্টের ফলপ্রকাশ, কোথায় রেজাল্ট পাবেন? কীভাবে দেখবেন?

আর মাত্র ৩০ মিনিটের অপেক্ষা। তারপরই আনুষ্ঠানিকভাবে রাজ্য জয়েন্টের ফলপ্রকাশ করা হবে। দুপুর ২ টো ৩০ মিনিটে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রাস বোর্ডের সাংবাদিক বৈঠক শুরু হবে। সেখানে সার্বিকভাবে ২০২৩ সালের রাজ্য জয়েন্টের পরীক্ষার ফলাফল, পাশের হার, মেধাতালিকা ঘোষণা করা হবে। সব প্রার্থীরা বিকেল চারটে থেকে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রাস বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.wbjeeb.in এবং www.wbjeeb.nic.in-র মাধ্যমে নিজেদের রেজাল্ট জানতে পারবেন। ডাউনলোড করতে পারবেন ‘র‍্যাঙ্ক কার্ড’।

কীভাবে রাজ্য জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার ‘র‍্যাঙ্ক কার্ড’ বা রেজাল্ট দেখতে হবে?

১) পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রাস বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.wbjeeb.in এবং www.wbjeeb.nic.in-তে যেতে হবে।

২) হোমপেজে ‘WBJEE’ ট্যাব আছে। তাতে ক্লিক করতে হবে পড়ুয়াদের।

৩) নতুন যে পেজ খুলে যাবে, তাতে ‘WBJEE 2023 Results’ আছে। সেখানে ক্লিক করতে হবে পরীক্ষার্থীদের। নতুন একটি পেজ খুলে যাবে। 

৪) নতুন পেজে জয়েন্ট পরীক্ষার যাবতীয় তথ্য দিতে হবে। দিয়ে লগইন করতে হবে।

৫) কম্পিউটার বা ফোনের স্ক্রিনে রাজ্য জয়েন্টের রেজাল্ট দেখাবে। রাজ্য জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার ‘র‍্যাঙ্ক কার্ড’ ডাউনলোড করতে হবে পরীক্ষার্থীদের।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

Source link

Read also  Summer hair style mistakes: গরমে হেয়ার স্টাইল করতে গিয়ে চুলের বারোটা পাঁচ বাজিয়েছেন? ভুলেও করবেন না এই কাজ